প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় ফের ধর্ষণ! ভুবনেশ্বরে কিশোরীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে গেল দুষ্কৃতীরা! কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হয়েছে রক্তপাতও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সে। তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে রাস্তার ধারে পড়ে যন্ত্রণায় কাতরাছিল কিশোরী। স্থানীয় অটোচালকরা তাকে উদ্ধার করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে নিয়ে আসেন। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে ভর্তি নেয় হাসপাতাল। মেডিক্যাল পরীক্ষা থেকে স্পষ্ট কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কিশোরী আতঙ্কের মধ্যে রয়েছে। এখন কথা বলার পরিস্থিতিতে নেই সে। কয়েকটি সংবাদমাধ্যম সাইটে দাবি করা হচ্ছে, কিশোরী নির্যাতনের পর একাই হাসপাতালে এসেছে। তাকে গর্ভনিরোধক পিলও খাওয়ানো হয়েছে। তবে গোটা বিষয়টি ধোঁয়াশা রয়েছে। এদিকে নির্যাতিতা কোথাকার বাসিন্দা তাও জানা যায়নি। প্রাথমিক অনুমান সে ঝাড়খণ্ডের বাসিন্দা। তার থেকে কোনও মোবাইল ফোন বা পরিচয়পত্রও পাননি তদন্তকারীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার সঙ্গে কথা বলতে পারেননি তদন্তকারীরা। তবে পকসো আইন ও মেডিকো লিগ্যাল মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। টুইন সিটির পুলিশ কমিশনার এসদেব দত্ত সিংহ জানিয়েছেন, ক্যাপিটাল থানার আওতাধীন রাস্তার ধার থেকে গুরুতর অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি মেডিকো লিগ্যাল মামলা (এমএলসি) দায়ের করেছে। তার চিকিৎসা চলছে। তিনি আরও জানিয়েছেন,মেয়েটি এখনও কোনও অভিযোগ করেনি।
দিনকয়েক আগেই দুর্গাপুরে ওড়িশার তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। তদন্তে অবশ্য অন্য বিষয় উঠে এসেছে। বন্ধুর সঙ্গে নিজের কেচ্ছা ধামাচাপা দিতে গণধর্ষণের অভিযোগ তোলা হয়েছে কি না, উঠছে সেই প্রশ্নও। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন। কিন্তু তাঁর নিজের রাজ্যে একের পর ধর্ষণের ঘটনায় তিনি নির্বিকার বলে দাবি বিরোধীদের। এই ঘটনা ফের পড়শি রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.