Advertisement
Advertisement
Odisha

আবার ওড়িশা! নাবালিকা হকি খেলোয়াড়কে অপহরণ করে ‘ধর্ষণ’, অভিযুক্ত কোচ-সহ ৩

একের পর এক ঘটনায় প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা।

Minor Hockey Player Harrsed by Coach and 2 Others in Odisha

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 22, 2025 10:31 am
  • Updated:July 22, 2025 10:31 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার ওড়িশা। এবার শিক্ষাগুরু ও তাঁর সহযোগিদের দ্বারা ধর্ষিতা হল এক উঠতি নাবালিকা হকি খোলোয়াড়। গত ৩ জুন ঘটনাটি ঘটে ওড়িশার জজপুর জেলায়। পুলিশে অভিযোগ জানানোর পরই ঘটনাটি সামনে আসে। এই ঘটনায় ইতিমধ্যেই কোচ-সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন স্থানীয় একটি স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিলেন ১৫ বছরের ওই কিশোরী। সেই সময় তাকে অপহরণ করা হয়। সেখান থেকে একটি হোটেলে নিয়ে গিয়ে চারজন মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

গত কয়েকদিন আগে ওড়িশায় ভুবনেশ্বরে এক কলেজ ছাত্রীকরে ধর্ষণের অভিযোগ উঠে কংগ্রেস নেতার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে ওড়িশায় একটি কলেজে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গায়ে আগুন দেন এক ছাত্রী। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় উত্তাল হয় ওড়িশা। এরইমধ্যে এক নাবালিকাকে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও একটি ধর্ষণের ঘটনা সামনে এল। যা নিয়ে ফের নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত রবিবার রাতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই কিশোরী। তারপরেই ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই চারজনকে আটক করা হয়েছে। কিশোরীর মেডিক্যাল টেস্ট করানো হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিরাকিররা। এদিকে ইতিমধ্যে জেলার পকসো আদালতে মহিলা বিচারকে উপস্থিতিতে কিশোরীর বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ