সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দিল্লি পুলিশ আবার বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে তকমা দিয়েছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। X হ্যান্ডেলে দিল্লি পুলিশকে তুলোধোনা করেছেন তিনি।
তিনি বলেন, “শাহের দিল্লি পুলিশ বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করেছে। যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে সেই ভাষাকে সরাসরি অপমান করা হয়েছে। কিছু মন্তব্য শুধু ভুলই নয়। তাঁরা তাঁদের কলুষিত মানসিকতার পরিচয় দিয়েছে যা আমাদের ঐক্য়ের মধ্যে বৈচিত্র্যকে নষ্ট করে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে স্ট্যালিন লেখেন, “অহিন্দি ভাষাকে অপমান বিরুদ্ধে দাঁড়িয়েছেন ‘দিদি’। বাংলা ভাষা এবং বাংলাবাসীর রক্ষাকবচ হিসাবে দাঁড়িয়েছেন। যোগ্য জবাব ছাড়া এই আঘাত মেনে নেবেন না তিনি।”
The Delhi Police, under the Union Home Ministry, has described Bengali as a “Bangladeshi language.” This is a direct insult to the very language in which our National Anthem was written.
Such statements are not inadvertent errors or slips. They expose the dark mindset of a…
— M.K.Stalin (@mkstalin)
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাঙালি ‘হেনস্তা’ ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে নতুন করে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। ২৭ জুলাই থেকে বাংলার ব্লকে ব্লকে এই মিছিল, ধরনা কর্মসূচি শুরু হয়েছে। বোলপুর অর্থাৎ রবীন্দ্রনাথের মাটিতে নিজে হেঁটে সেই আন্দোলনের সূচনা করেছেন তিনি। তারই মাঝে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা বলে বিতর্কের মুখে দিল্লি পুলিশ। যা নিয়ে এত বিতর্ক, এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে রাজ্যের শাসকদল। তাতে উল্লেখ, বাংলা অনুবাদক দরকার দিল্লি পুলিশের। কারণ, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেসব নথিগুলি বাংলা ভাষায় লেখা। সেসব নথির তথ্য যাচাইয়ের জন্য একজন অনুবাদক প্রয়োজন। আর সেই চিঠিতেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা দেওয়া হয়েছে।
তার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার শাসকদল তৃণমূল। যে ভাষা ধ্রুপদী ভাষার তকমা পেয়েছে, যে ভাষায় বিশ্ববরেণ্য সমস্ত সৃষ্টিকর্ম হয়েছে, যে ভাষা দেশের অন্যতম ‘অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ’, তাকে ‘বাংলাদেশি’ বলে তকমা দেওয়ার অর্থ সংবিধানকে অপমান। নিজের এক্স হ্যান্ডলে এমনই মত প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে ‘অপমানজনক, সংবিধান-বিরোধী, দেশবিরোধী’ বলে দিল্লি পুলিশকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.