Advertisement
Advertisement

Breaking News

MK Stalin

প্রাতঃভ্রমণে গিয়ে অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, ভর্তি হাসপাতালে

সোমবার রুটিনমাফিক প্রাতঃভ্রমণে বেরিয়ে অসুস্থ বোধ করেন স্ট্যালিন।

MK Stalin suffers
Published by: Subhajit Mandal
  • Posted:July 21, 2025 1:39 pm
  • Updated:July 21, 2025 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হল চেন্নাইয়ের হাসপাতালে। তবে হাসপাতাল সূত্রের খবর, স্ট্যালিনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিশেষ কারণ নেই। তিনি বিপন্মুক্ত।

Advertisement

নিত্যদিনের রুটিন মেনেই সোমবার প্রাতঃভ্রমণে গিয়েছিলেন স্ট্যালিন। আচমকা অস্বস্তি বোধ করা শুরু করেন তিনি। তড়িঘড়ি তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণের পর হাসপাতালের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রীর সব উপসর্গ খতিয়ে দেখা হচ্ছে। সবরকম পরীক্ষানিরীক্ষাও করা হচ্ছে।” তবে সূত্রের খবর, স্ট্যালিনের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই। তিনি বিপন্মুক্ত।

আগামী বছরই তামিলানাড়ুতে নির্বাচন। তাতে ইন্ডিয়া জোটের মুখ এই স্ট্যালিনই। ইতিমধ্যেই দক্ষিণের রাজ্যে নির্বাচনের প্রচার একপ্রকার শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে স্ট্যালিনের অসুস্থতা একেবারেই ডিএমকে বা ইন্ডিয়া জোটের জন্য ভালো খবর নয়। আগামী দিনে গোটা রাজ্যে নির্বাচনের প্রচার করতে হবে তাঁকে। নিত্যদিন একাধিক কর্মসূচির ধকল থাকবে। তাতে অসুস্থতা বাড়ার আশঙ্কা আছে। সূত্রের খবর, স্ট্যালিনের চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের বোর্ড গঠন করা হচ্ছে। তাঁর স্বাস্থ্যের দিকে নিয়মিত নজর রাখা হবে। কিছুদিন তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement