Advertisement
Advertisement

একে অপরের বিরুদ্ধে বিষোদগারের পর আচমকাই মুখোমুখি মোদি-মনমোহন

কী করলেন তাঁরা? দেখুন ভিডিও:

Modi and Manmohan greet each other at Parliament attack ceremony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2017 9:27 am
  • Updated:September 19, 2019 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে আঁতাঁতের অভিযোগে সরব হয়েছেন। মনমোহন সিং পালটা যাবতীয় অভিযোগকে নস্যাত করে মোদিকে মিথ্যাবাদী বলে তোপ দেগেছেন। গুজরাট নির্বাচনের মধ্যে দেশের দুই শীর্ষ নেতার মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে, সেই সময় আচমকাই মুখোমুখি দেখা গেল তাঁদের। তবে তাল কাটল না। দুজনেই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন।

Advertisement

২০০১-এ সংসদে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মুখোমুখি হন দেশের প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রী। সংসদ ভবন চত্বরে মুখোমুখি দেখা হয়ে যায় দু’জনের। একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান দু’জনেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য হেভিওয়েট নেতানেত্রীরাও। ছিলেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, নয়া প্রেসিডেন্ট রাহুল গান্ধী-সহ অন্যান্যরা। ১৬ বছর আগের ঘৃণ্য হামলার নিন্দা করেন প্রত্যেকেই।

শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানোর আগের মুহূর্তে মনমোহন সিং হাতজোড় করে ‘নমস্তে’ জানান মোদিকে। পালটা মোদি তাঁর পূর্বসুরীর হাত ধরে ঝাঁকান। দুই যুযুধান নেতার মুখোমুখি দেখা হওয়ার ছবিটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠতে সময় নেয়নি। দেখে নিন সেই ভিডিও:

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement