Advertisement
Advertisement
Argentina

ব্রিকস বৈঠকের আগে আর্জেন্টিনা সফরে মোদি, যাবেন আফ্রিকার দুই দেশেও

তার আগে তিনি ত্রিনিদাদ ও টোবাগো যাবেন।

Modi to visit Argentina ahead of BRICS summit
Published by: Biswadip Dey
  • Posted:June 28, 2025 9:10 am
  • Updated:June 28, 2025 9:41 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসের গোড়ার দিকে আর্জেন্টিনা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বুয়েনস আইরেস সফরের সময় ভারত ও আর্জেন্টিনা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করবে। সন্ত্রাসের বিপদের বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্রও আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি ৬-৭ জুলাই ব্রিকস শীর্ষ সম্মেলনের ঠিক আগে আর্জেন্টিনায় থাকবেন বলেই জানা যাচ্ছে। তার আগে তিনি ত্রিনিদাদ ও টোবাগো যাবেন, যেখানে বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছেন। এরই পাশাপাশি ব্রাজিল, নামিবিয়া, ঘানাতেও যাবেন তিনি। 

Advertisement

পহেলগাঁও হামলার নিন্দা করা প্রথম দেশগুলির মধ্যে অন্যতম ছিল আর্জেন্টিনা। যেখানে ১৯৯০-এর দশকে দুটি বড় সন্ত্রাসী হামলা শিকার হয়, যাতে যথাক্রমে ৩০ এবং ৮৫ জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। জানা যাচ্ছে, মোদি আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলির সঙ্গে দেখা করবেন এবং অ‌্যাজেন্ডার অন্যান্য তিনটি প্রধান বিষয় হল লিথিয়াম, কৃষি, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা।

লিথিয়ামই হল ভবিষ্যতের জ্বালানি। কারণ এটি সবুজ প্রযুক্তির জন্য একটি অপরিহার্য। চিলি ও বলিভিয়ার পাশাপাশি আর্জেন্টিনার খনিতেও এর বিশাল ভাণ্ডার রয়েছে। প্রকৃতপক্ষে, ভারতীয় খনি সংস্থাগুলি ইতিমধ্যেই উত্তর আর্জেন্টিনার কাটামারকা প্রদেশে কাজ করছে। ভারতীয় সংস্থাগুলি আর্জেন্টিনার সঙ্গে তামা, সোনা এবং আরওটি নতুন যুগের আকরিকের খননের কাজ করতে আগ্রহী। আবার, আর্জেন্টিনা ভারত থেকে তাজা ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের মতো কৃষি পণ্য আমদানি করতে আগ্রহী। এটি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা মাথায় রেখে এলএনজি বিক্রি করতেও আগ্রহী, যেখানে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ