Advertisement
Advertisement
Mona Lisa

পরনে কাসাভু শাড়ি, চুলে বেলফুল! মোনালিসার মনোমুগ্ধ রূপের রহস্য কী?

কেরলের নারীদের আদলে সাজানো হয়েছে মোনালিসাকে।

Mona Lisa wearing Kasavu saree, bindi and garland in Kerala Tourism Website for Onam festival
Published by: Sucheta Sengupta
  • Posted:August 24, 2025 5:35 pm
  • Updated:August 24, 2025 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে শরীরঢাকা গাউন, এলো চুল, ঠোঁটে স্মিত-রহস্যময় হাসি। দেওয়ালের তৈলচিত্রে টানা টানা চোখের ধূসর মণিতে যেন পৃথিবীর সব কিছু দেখে, বুঝে নিচ্ছেন। লিওনার্দো দ্য ভিঞ্চির কালজয়ী সৃজন ‘মোনালিসা’কে এই রূপে দেখেই অভ্যস্ত আমরা। রহস্যময়ীর সেই ছবি দেখতে আজও প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ঢল নামে দর্শকদের। কিন্তু এবার ভিঞ্চির মোনালিসা উঠে এলেন অন্য রূপ ধরে। পরনে তাঁর কেরলের বিশেষ কাসাভু শাড়ি, এলো চুলে বেলফুলের মালা, কপালে টিপ! দেখে চমকে উঠছেন সকলেই। এ কেমন রূপ? এ রূপের আড়ালে আবার কোন রহস্য? এমন হাজার প্রশ্ন উঁকি দিচ্ছে মনে।

Advertisement

ব্যাপারটা খোলসা করেই বলা যাক তবে। মোনালিসার চিত্রশিল্প তৈরি হয়েছে নবজাগরণের ইটালির প্রেক্ষাপটে। ফ্লোরেন্স শহরের এক ব্যবসায়ীর স্ত্রীর আদলে অনুপ্রাণিত দ্য ভিঞ্চির ওই ছবি। কিন্তু সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে মোনালিসাকে সাজানো হয়েছে কেরলের নারীদের মতো। পরানো হয়েছে ঘি-রঙা কাসাভু শাড়ি, কপালে টিপ এবং দক্ষিণী স্টাইলে চুলে ফুল।

কেরল সরকারের পর্যটন ওয়েবসাইটে নবরূপে মোনালিসা।

এই রূপেও বড়ই মনোমুগ্ধকর মোনালিসা! তাঁকে এভাবে সাজানোর কারণ একটাই। আগামী সপ্তাহে কেরলে শুরু হচ্ছে জনপ্রিয় উৎসব ওনাম। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ঘরে ফেরা, সম্প্রীতি, সৌহার্দ্যের এই উৎসব। এ সময়ে কেরলে পর্যটনের চাহিদা থাকে তুঙ্গে। সেই পর্যটন ব্যবসাকেই আরও চাঙ্গা করতে রাজ্যের পর্যটন দপ্তর সামনে এনেছে কেরল নারীরূপী ‘মোনালিসা’কে।

কেরল সরকারের পর্যটন দপ্তরের ওয়েবসাইট দেখলেই উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। মোনালিসাকে নিজেদের আঙ্গিকে সাজিয়ে নিচে লেখা ছোট্ট তিন শব্দ – ‘স্টেট অফ হারমনি’ অর্থাৎ ‘ঈশ্বরের আপন দেশ’ এখন ওনাম উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির রাজ্যও। আর মোনালিসার নতুন রূপ দেখে নেটিজেনরা লিখছেন, ‘সময় নিরপেক্ষভাবে অপূর্ব! বিশেষত কেরলের ওই কাসাভু শাড়িতে আরও উজ্জ্বল!” ওনামের কেরল নানা রূপ-রস-রঙে ভরা। ঠিক যেমনটি সাদামাটা মোনালিসার চিত্রশিল্পের আড়ালে কতশত ভাবের খেলা!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement