সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৌসম ভবনের পূর্বাভাস আগেই ছিল। নির্দিষ্ট সময়ের তিনদিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপূঞ্জে এসে পৌঁছল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার মানে বর্ষা জাগ্রত দ্বারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ, নিকোবর দ্বীপপুঞ্জ, গোটা দক্ষিণ আন্দামান সাগর ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে মৌসুমি বায়ু ঘনীভূত হয়েছে। শক্তি বাড়ানোয় ওই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এর থেকেই বর্ষা এসে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
সাধারণত, ১৭ মে দ্বীপপুঞ্জে বর্ষা এসে পৌঁছয়। কিন্তু এবার তিনদিন আগেই সেখানে বর্ষা হাজির হতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস ছিল। ওইখানে বর্ষা এসে যাওয়ায় দেশের অন্যান্য জায়গাতেও তাড়াতাড়ি বর্ষা চলে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মৌসম ভবনের ডিরেক্টর কে জি রমেশ জানিয়েছেন, নির্দিষ্ট ময়ের আগেই কেরলে বর্ষা আসবে কি না তা এখনই বলা যাচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.