Advertisement
Advertisement
Monsoon Session

বাঙালি ‘নিগ্রহ’ ইস্যুতে দিল্লিতে সরব তৃণমূল, ইন্ডিয়া জোটের বৈঠকে ফের মুলতুবি সংসদ

সংসদের বাইরেও বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা।

Monsoon Session: Lok Sabha adjourned till 2 pm as Oppn MPs protest against Bihar SIR
Published by: Subhajit Mandal
  • Posted:July 24, 2025 1:36 pm
  • Updated:July 24, 2025 1:36 pm   

নন্দিতা রায়, নয়াদিল্লি: ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ এবং বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে ফের সংসদে সরব তৃণমূল কংগ্রেস। বিশেষ করে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যু নিয়ে একজোট হয়ে বিরোধী বিক্ষোভের জেরে সংসদ অধিবেশন মুলতুবিও করে দিতে হয়েছে।

Advertisement

বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন ইস্যুতে প্রথম সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের বাকি দলগুলিও এ নিয়ে সরব হয়। তৃণমূলের দেখানো পথ ধরেই সংসদে এ নিয়ে আলোচনার দাবি জানিয়ে যাচ্ছে গোটা ইন্ডিয়া জোট। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সংসদ শুরুর সঙ্গে সঙ্গেই বিহারে SIR বাতিলের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। ওয়েলে নেমে নিয়ে বিক্ষোভও দেখান বহু সাংসদ। বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয় দুপুর দুটো পর্যন্ত। রাজ্যসভাতেও একই পরিস্থিতি।

এরপর সংসদের বাইরেও সম্মিলিত ইন্ডিয়া জোট এই ইস্যুতে বিক্ষোভ দেখানো শুরু করেন। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে-সহ ইন্ডিয়া জোটের সব শরিক ওই বিক্ষোভে শামিল হয়। যোগ দেন কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধীও। সেখানেও বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে স্লোগান দেন বিরোধীরা।

সম্মিলিভাবে বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে সরব হওয়ার পাশাপাশি ভিনরাজ্যে বাঙালিদের ‘নিগ্রহ’ নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই ইস্যুতেও স্লোগান দেন তৃণমূল সাংসদরা। সূত্রের খবর, তৃণমূলের দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে সংসদে বাংলাতেই বলবেন সাংসদরা। তাছাড়া এই ইস্যুটি নিয়ে শাসকদল যে আগামী দিনেও সরব হবে সেটাও ঠিক হয়েছে বৈঠকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ