Advertisement
Advertisement
Monsoon session

বিশেষ অধিবেশনের দাবি খারিজ, সংসদের বাদল অধিবেশনের দিন ঘোষণা কেন্দ্রের

বাদল অধিবেশন উত্তাল হবে অপারেশন সিঁদুর ও পহেলগাঁও ইস্যুতে।

Monsoon session of Parliament is scheduled from July 21 to August 12
Published by: Subhajit Mandal
  • Posted:June 4, 2025 4:14 pm
  • Updated:June 4, 2025 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের দাবি খারিজ। অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ কোনও অধিবেশন হচ্ছে না। বুধবার সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা সেটাই স্পষ্ট করে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

Advertisement

বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে রিজিজু জানিয়েছেন, আগামী ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। রাজনাথ সিংয়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বাদল অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। তবে বিশেষ অধিবেশন ডাকার যে দাবি বিরোধীরা করছিলেন, সেটাতে বিশেষ আমল দেওয়া হয়নি। অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, “সংসদের দুই কক্ষেই যে কোনও ইস্যুতে আলোচনা হতে পারে।”

লাগাতার পাকিস্তানের জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি। সব কিছু নিয়ে সরকারের ‘জবাবদিহি’ চায় বিরোধীরা। সেই লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশন চেয়ে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে ১৬টি বিরোধী দল। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি-সহ ইন্ডিয়া জোটের প্রায় সব গুরুত্বপূর্ণ শরিক দলই ওই চিঠিতে স্বাক্ষর করে। পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পরে সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য ভারত সরকারের তরফে বিদেশে যে ৩২টি সর্বদলীয় সাংসদ প্রতিনিধিদল বিদেশে পাঠানো হয়েছে তারা ফিরে আসার পরে জুন মাসের মাঝামাঝি সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি করেন ইন্ডিয়া জোটের শরিকরা।

তবে বিরোধীদের সেই দাবিকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে না, সে ইঙ্গিত সরকারের তরফে আগেই মিলেছিল। বুধবার সরকারিভাবে বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় স্পষ্ট হয়ে গেল যে বিরোধীদের দাবি মানা হচ্ছে না। তবে তাতেও সরকার সংঘর্ষবিরতি বিতর্ক এড়াতে পারবে কিনা সংশয় রয়েছে। যখনই সংসদ খুলুক, ওই ইস্যুতেই যে বিরোধীরা সরব হবেন, সেটা বলার অপেক্ষা রাখে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement