সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক। একযোগে রাজধানীর কুড়িটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। তড়িঘড়ি একাধিক স্কুল ফাঁকা করতে হল। হুড়োহুড়ির মধ্যে বাড়ি ফেরানো হল পড়ুয়াদের। এই নিয়ে চলতি সপ্তাহেই রাজধানীর ৩০টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। স্বাভাবিকভাবেই রাজধানীর স্কুলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
শুক্রবার সকালে একে একে ২০টি স্কুলে বোমা মারার হুমকি দেওয়া হয়। এই নিয়ে চলতি সপ্তাহে ৪ দিনে রাজধানীর ৩০টি স্কুল হুমকি পেল। এদিন যে স্কুলগুলিতে হুমকি দেওয়া হয় সেগুলির মধ্যে রিচমন্ড গ্লোবাল স্কুল, অভিনব পাবলিক স্কুলের মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। একটি কলেজেও এদিন বোমা মারার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সবকটি হুমকিই ভুয়ো। এই নিয়ে ৪ দিনে ৩০ স্কুলে ভুয়ো হুমকি ফোন গেল। মঙ্গলবার হুমকি মেল পায় সেন্ট স্টিফেনস কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল। বুধবারও হুমকি পায় মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলের মতো প্রতিষ্ঠান। প্রতিটি ক্ষেত্রেই জানানো হয় স্কুলের মধ্যে রাখা রয়েছে আরডিএক্স এবং আইইডি। বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন।
এদিকে এই নিয়ে বিজেপিকে তোপ দাগছে আপ। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী বলছেন, এই মুহূর্তে রাজধানীর শাসনব্যবস্থার ৪টি ইঞ্জিনের চারটিই বিজেপির দখলে। তা সত্ত্বেও পড়ুয়াদের নিরাপত্তা দিতে পারছে না গেরুয়া শিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.