সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরার দিন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অসৃতসরে। দশেরার অনুষ্ঠান দেখাকালীন ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বেশ কয়েকজন। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু।
The moment when the DMU train 74943 stuck people watching Dussehra celebrations in Choura Bazar near (Source:Mobile footage-Unverified)
Advertisement— ANI (@ANI)
প্রতিবারের মতো এবারও দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা। হিন্দু রীতি মেনে নবরাত্রির পরের দিন দশেরায় রাবণের কুশপুতুল পোড়ানো হয়। একই আয়োজন করা হয়েছিল অমৃতসরের চৌরা বাজার এলাকায়। যে অনুষ্ঠান দেখতে শামিল হয়েছিলেন হাজারো মানুষ। সেখানেই রেললাইনের উপর দাঁড়িয়েই অন্তত ৭০০ জন রাবণ বধ দেখছিলেন। তখনই দ্রুত গতিতে ছুটে আসে একটি ট্রেন। ট্রেনটি হুইসেল দিলেও ভিড়ের মধ্যে সে শব্দ শুনতে পাননি কেউই। আর সেই ট্রেনেই কাটা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। আহত বহু। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
দশেরা উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড় যে হবে তা আগেই জানত প্রশাসন। তা সত্ত্বেও এমন বড়সড় দুর্ঘটনা রোখা গেল না। ফলে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রত্যক্ষদর্শীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কাঠগড়ায় তোলা হচ্ছে পাঞ্জাব সরকারকে। স্থানীয়দের বক্তব্য, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী নভজ্যোৎ সিধুর স্ত্রী। যিনি দুর্ঘটনার পরই সেখান থেকে চলে যান। কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Shocked to hear of tragic rail accident in Amritsar. Have asked all govt & pvt hospitals to stay open to help in this hour of grief. District authorities have been directed to take up relief and rescue operations on a war footing, tweets Punjab CM (file pic)
— ANI (@ANI)
: Eyewitness say, “The administration and the Dussehra committee are at fault, they should have raised an alarm when the train was approaching, they should have made sure that the train halts or slows down.”
— ANI (@ANI)
ইতিমধ্যেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হাসপাতালগুলিকে আহতদের চিকিতসার সবরকম ব্যবস্থা নিতে বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.