ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি অনেকদিন আগেই পেরিয়েছিল। পরিসংখ্যান দেখে একপ্রকার অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দেশবাসী। কিন্তু এবার উদ্বেগ আরও বাড়ল। কারণ অতীত সমস্ত রেকর্ড ভেঙে প্রথমবার ৬০ হাজারের গণ্ডি পেরল সংক্রমিতের সংখ্যা। লাফিয়ে বাড়ল মৃত্যুও।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ৫৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের সংখ্যাটা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। গত ৮ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষেরও বেশি মানুষ। এবার একলাফে সেই সংখ্যা আরও বাড়ল। ফলে দেশে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৭ হাজার ৭৫-এ। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৮৬ জন। গতকালের তুলনায় সামান্য কম। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪১ হাজার ৫৮৫ জন। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ৬ লক্ষ ৭ হাজার ৩৮৪।
India’s case tally crosses 20-lakh mark with highest single-day spike of 62,538 cases
The COVID19 tally rises to 20,27,075 including 6,07,384 active cases, 13,78,106 cured/discharged/migrated & 41,585 deaths: Ministry of Health
— ANI (@ANI)
লকডাউন শিথিল হয়ে গেলে যে লাফিয়ে বাড়বে সংক্রমণ, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এমনকী এও বলা হয়েছে, সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা শিখর ছোঁবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতির থেকেও সংখ্যার নিরিখে ভয়ংকর হবে দেশের চেহারাটা। তবে আক্রান্তের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তার ভাঁজ গভীর করলেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করেছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৬ জন।
রোগী চিহ্নিত করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার উদ্দেশ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নমুনা পরীক্ষাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.