Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

মধ্যপ্রদেশে ছ’বছরে নিখোঁজ দু’লক্ষের বেশি মহিলা, ফের প্রশ্নের মুখে ‘ডবল ইঞ্জিন’ সরকার

মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ২৮ জন মহিলা এবং তিনজন নাবালিকা নিখোঁজ হয়।

More than two lakh women missing in Madhya Pradesh in six years
Published by: Subhodeep Mullick
  • Posted:June 29, 2025 12:30 pm
  • Updated:June 29, 2025 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাক-ঢোল পিটিয়ে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচি চালু করেন। আট বছর পরে ২০২৩-এর জুলাই মাসে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পেশ করা রিপোর্টে বলা হয়, সারা দেশে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ১৮ বছরের বেশি বয়সি ১০,৬১,৬৪৮ জন মহিলা এবং ১৮ অনূর্ধ্ব ২,৫১,৪৩০ জন মেয়ে নিখোঁজ হয়েছে। সেই মাসের শেষে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বু্যরোর তথ্য বলছে, নিখোঁজ মহিলার সংখ্যা ১৩.১৩ লক্ষ। 

Advertisement

নিখোঁজের এই তালিকায় শীর্ষে ছিল বিজেপির ডবল ইঞ্জিন সরকার দ্বারা পরিচালিত মধ্যপ্রদেশ। সেখানে তিন বছরে নিখোঁজ ১,৬০,১৮০ জন মহিলা এবং ৩৮,২৩৪ জন নাবালিকা। তারপর আরও দু’বছর কেটে গিয়েছে। সেই ট্র্যাডিশন সমানে চলছে। গত মে মাসে একটি ছ’বছরের বালিকার নিখোঁজ হওয়ার ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে মধ্যপ্রদেশ সরকারকে নোটিস পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। তাতে বলা হয়েছে, রাজ্য পুলিশের তথ্যেই প্রমাণিত যে, গত তিন বছরে মধ্যপ্রদেশে আরও সাড়ে তিন হাজার মহিলা-নাবালিকা নিখোঁজ হয়েছেন। তথ্য অনুসারে, মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ২৮ জন মহিলা এবং তিনজন নাবালিকা নিখোঁজ হয়। 

২০০৩ সাল থেকে মধ্যপ্রদেশে বিজেপি সরকার চলছে। একটানা ২২ বছর। আর ২০১৪ সাল থেকে চলছে ডবল ইঞ্জিন সরকার। গত বিধানসভা ভোটেও রাজ্যে বিজেপি জিতেছে। গত কয়েক মাসে ডবল ইঞ্জিনের এই রাজ্যে বেসরকারি হোম থেকে শিশু থেকে কিশোরীদের নিখোঁজ হওয়ার বহু খবর সম্প্রচারিত হয়েছে। তদন্তকারীরা সেই সব ঘটনার সত্যতা স্বীকার করে নিলেও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ হওয়া শিশু বা কিশোরীদের। গত ৩৪ মাসে প্রায় ৬৭৬টি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। অথচ সেখানে একটিও অভিযোগ দায়ের হয়নি আশ্চর্যজনক কারণে। রাজনৈতিক ও পুলিশের চাপে মামলা দায়ের করতে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন, এমন অভিযোগও উঠছে। গুরুত্বপূর্ণ শহর ইন্দোরে নিখোঁজের সংখ্যা ২৩৮৪। যার মধ্যে মাত্র ১৫টিতে অভিযোগ দায়ের হয়েছে। অন্য বিরোধী রাজ্যের দিকে আঙুল তোলা বিজেপি নিজেদের রাজ্যে নারী-সুরক্ষার ভয়াবহ অবনতি দেখেও বিলকুল চুপ!

এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনই বলছে, রাজ্যের সিসিটিভি নেটওয়ার্ক অপ্রতুল, র‍্যাপিড রেসপন্স টিমগুলি কাজ করছে না এবং ইউনিটগুলির মধ্যে কোনও সমন্বয় নেই। নিখোঁজ মেয়েদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য রাজ্য পুলিশ গত বছর ‘অপারেশন মুসকান’ নামে একটি অভিযান শুরু করেছিল, কিন্তু কোনও ফল দেখা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement