Advertisement
Advertisement
Patna

পাটনায় দিনেদুপুরে বাড়িতে ঢুকে গুলি দুষ্কৃতীদের, মা ও মেয়ের মৃত্যু, গুরুতর জখম গৃহকর্তা

এই ঘটনার পর বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

Mother and daughter shot dead in open fire in Patna

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 10, 2025 10:59 am
  • Updated:June 10, 2025 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পাটনায় শুটআউট। দিনেদুপুরে বাড়িতে ঢুকে গুলি করে মা ও মেয়েকে খুন করল দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় হাতপাতালে ভর্তি গৃহকর্তা। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম ধনঞ্জয় মেহেতা। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মহালক্ষ্মী এবং ১৯ বছরের মেয়ের। পুলিশের তরফে সোমবার এই ঘটনা প্রকাশ্যে আনা হয়। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

জানা গিয়েছে, ধনঞ্জয়ের বাড়ির কাছে নিয়মিত মাদক সেবন করত একদল যুবক। এই নিয়ে মাঝেমেধ্যেই ওই যুবকদের সঙ্গে ঝামেলা হত ধনঞ্জয় ও তাঁর স্ত্রীর। সম্প্রতি এই নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ধনঞ্জয় ও তাঁর স্ত্রী। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। অনুমান করা হচ্ছে, তারই বদলা নিতে গুলি করে হত্যা করা হয়েছে ধনঞ্জয়ের স্ত্রী ও তাঁর মেয়েকে। এই ঘটনার পর ধনঞ্জয়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বিহারে নীতীশ কুমারের ২০ বছরের রাজত্বকালে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েছে। অপরাধীদের সুরক্ষা দিচ্ছে রাজ্য সরকার। এই কারণেই বাড়িতে ঢুকে দিনেদুপুরে গুলি চালানোর সাহস পেয়েছে দুষ্কৃতীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement