Advertisement
Advertisement
Allahabad High Court

কেবল পুত্রবধূ নন, গার্হস্থ্য হিংসা আইনের সুরক্ষা পাবেন শাশুড়িও, মন্তব্য হাই কোর্টের

উচ্চ আদালত জানিয়েছে, আইনের কোনও সীমাবদ্ধতা থাকতে পারে না।

Mother-in-law can file a case from Domestic Violence Act, says Allahabad High Court
Published by: Biswadip Dey
  • Posted:April 17, 2025 9:54 pm
  • Updated:April 17, 2025 9:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল পুত্রবধূই নন, শাশুড়িরও অধিকার রয়েছে গার্হস্থ্য হিংসা আইনে সুরক্ষা পাওয়ার। এক মামলায় এমনই জানাল এলাহাবাদ হাই কোর্ট। প্রসঙ্গত, পুত্রবধূর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। কিন্তু পুত্রবধূর পালটা দাবি ছিল, ওই আইনে একমাত্র বধূরাই সুরক্ষা পেতে পারেন। কিন্তু নিম্ন আদালত তাঁর আরজি খারিজ করে দেয়। সেই রায়ই বহাল রেখে উচ্চ আদালত এদিন জানিয়েছে, আইনের কোনও সীমাবদ্ধতা থাকতে পারে না।

Advertisement

এদিন বিচারপতি অলোক মাথুর বলেন, ”যদি শাশুড়ি পুত্রবধূ বা পরিবারের অন্য কোনও সদস্য দ্বারা হয়রানি বা শারীরিক বা মানসিকভাবে নির্যাতনের শিকার হন, তাহলে অবশ্যই তাঁকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আওতায় আনা যেতে পারে। এবং ২০০৫ সালের পারিবারিক সহিংসতা থেকে নারী সুরক্ষা আইনের ১২ ধারার অধীনে আবেদন করার অধিকার তাঁর থাকবে।”

জানা গিয়েছে, সুধা মিশ্র নামের ওই প্রৌঢ়া ছেলের বউ গরিমা মিশ্রের বিরুদ্ধে নিম্ন আদালতের দ্বারস্থ হন। অভিযোগ করেন, পুত্রবধূ তাঁর ছেলেকে চাপ দিচ্ছেন নিজের মা-বাবাকে ছেড়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকার জন্য। সেই সঙ্গে আরও অভিযোগ, পুত্রবধূ তাঁর ও তাঁদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এদিকে পুত্রবধূ পালটা অভিযোগ করেন, তাঁকে পণের জন্য নির্যাতন করা হয়েছে। তাছাড়া গার্হস্থ্য হিংসার অভিযোগ শাশুড়ি করতে পারেন না। কেননা আইন অনুসারে তা কেবলমাত্র বধূদেরই প্রাপ্য। কিন্তু নিম্ন আদালতের পর হাই কোর্টেও তাঁর আবেদন খারিজ হয়ে গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ