Advertisement
Advertisement
Nishikant Dubey

জোর করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ! দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের মামলা

'রাজনৈতিক প্রতিহিংসা', সরব অভিযুক্ত সাংসদরা।

MPs Nishikant Dubey and Manoj Tiwari allegedly disrupted a ritual during the month of Shravan
Published by: Subhajit Mandal
  • Posted:August 9, 2025 10:30 am
  • Updated:August 9, 2025 10:30 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরপূর্বক মন্দিরের গর্ভগৃহে প্রবেশ, পুলিশকর্মীদের সঙ্গে বচসা, আইনশৃঙ্খলা রক্ষায় বাধা দেওয়ার অভিযোগ। দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করল ঝাড়খণ্ড পুলিশ। একজন ঝাড়খণ্ডেরই গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, আর একজন উত্তর-পূর্ব দিল্লির মনোজ তিওয়ারি।

Advertisement

ঝাড়খণ্ডের দেওঘরে বাবা বৈদ্যনাথ মন্দিরে শ্রাবণ মাসের প্রতি সোমবারই অসংখ্য ভক্ত ভিড় জমান। তাই ওই সময় ভিআইপি বা ভিভিআইপিদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ২ আগস্ট ওই নিষেধাজ্ঞা থাকাকালীনই পুজো দিতে যান নিশিকান্ত এবং মনোজ তিওয়ারি। অভিযোগ, পুলিশের আপত্তি সত্ত্বেও তাঁরা লোকলস্কর নিয়ে ঢুকে পড়েন মন্দিরের গর্ভগৃহে। সেসময় আবার ‘কাঁচা জল পুজো’র রীতি চলছিল। মন্দিরের প্রধান পুরোহিত কার্তিক নাথ ঠাকুর অভিযোগ করেছেন, ভিভিআইপিদের আচমকা প্রবেশে ‘কাঁচা জল পুজো’র রীতি পালনেও সমস্যা তৈরি হয়।

প্রধান পুরোহিতের অভিযোগের ভিত্তিতেই ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকারের পুলিশ দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, ধর্মীয় উপাসনায় বাধাদান, সরকারি কাজে বাধার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের দাবি, দুই সাংসদের জন্য সাধারণ ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

যদিও এই এফআইআরের নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে বিজেপি। ঝাড়খণ্ড প্রদেশ বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি বলছেন,”নীচতার চরম সীমায় পৌঁছে গিয়েছে ঝাড়খণ্ড সরকার। আইনের রক্ষকরাই ষড়যন্ত্র করছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।” নিশিকান্ত নিজে সোশাল মিডিয়ায় বলছেন, “পূজা করাটা যদি অপরাধ হয় তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করতে রাজি। আমার বিরুদ্ধে এমনিই ৫১টি মামলা রয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ