Advertisement
Advertisement
Berger Paints

গোয়াতে বার্জার প্রোটেক্টনের বার্ষিক অধিবেশন, মহাসমারোহে প্রকাশিত ‘ফুয়েল ফর দ্য সোল’ বই

বইটির মোড়ক উন্মোচন করেন বার্জার পেইন্টস-এর এমডি এবং সিইও অভিজিৎ রায়।

Mr. Sanjay Chaudhary, Vice President and Business Head, Protecton, Berger Paints, has set an exceptional success story in the industry.
Published by: Buddhadeb Halder
  • Posted:July 12, 2025 2:20 pm
  • Updated:July 12, 2025 2:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা প্রায়শই বড় সাফল্যের স্বপ্ন দেখি, কিন্তু ভুলে যাই যে সার্থকতা লুকিয়ে থাকে ছোট ছোট বিষয়ের নিখুঁত অনুশীলনে। যেকোনও কাজ, তা যতই ছোট হোক না কেন, নিখুঁতভাবে করতে পারলে তবেই সাফল্যের পথে এক ধাপ এগোনো সম্ভব। আর ঠিক এভাবেই বার্জার পেইন্টস-এর প্রোটেক্টনের ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড সঞ্জয় চৌধুরী এক ব্যতিক্রমী সাফল্যের দৃষ্টান্ত গড়ে তুললেন। শুধু কোম্পানিতে নয়, ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে সেরা হিসেবে তুলে ধরল টিম প্রোটেক্টন। যার মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় চৌধুরী।

Advertisement

সম্প্রতি বার্জার প্রোটেক্টন গোয়াতে বিভাগীয় বার্ষিক সভার আয়োজন করল। ভাইস প্রেসিডেন্ট তথা বিজনেস হেড সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে টিম প্রোটেক্টনের অসাধারণ সাফল্যে এই অনুষ্ঠানটি উজ্জ্বল হয়ে উঠেছিল। বার্জার পেইন্টসের এমডি এবং সিইও অভিজিৎ রায় এই সাফল্যে প্রোটেক্টন টিমের প্রত্যেককে অভিনন্দন জানান। একইসঙ্গে দলকে নেতৃত্ব দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে সেরা প্রমাণিত করার জন্য পুরস্কার তুলে দেন সঞ্জয় চৌধুরীর হাতে। দলকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন তার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

Mr. Sanjay Chaudhary, Vice President and Business Head, Protecton, Berger Paints, has set an exceptional success story in the industry.

অনুষ্ঠানটিতে প্রকাশ করা হয় সঞ্জয় চৌধুরীর লেখা বই ‘ফুয়েল ফর দ্য সোল’। বইটির মোড়ক উন্মোচন করেন বার্জার পেইন্টস-এর এমডি এবং সিইও অভিজিৎ রায়। বইটির প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেখক বলেন, দৃষ্টি পরিবর্তনের মাধ্যমে নিজের ভিতরে বৃহৎ সম্ভাবনা জাগিয়ে তোলাই এই বইটির মূল উদ্দেশ্য়। কর্মক্ষেত্রে নেতৃত্বের মাধ্যমে যেভাবে তিনি নিজের দলকে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই এ বই মানুষের মধ্যেকার সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলার কাজ করবে বলে মনে করেন তিনি।

Mr. Sanjay Chaudhary, Vice President and Business Head, Protecton, Berger Paints, has set an exceptional success story in the industry.

তিনি জানান, “জীবনে চলার পথে গতি নয়, বরং দিকনির্দেশনাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত দ্রুতই দৌড়ান না কেন, যদি আপনার কোনও নির্দিষ্ট গন্তব্য না থাকে, তাহলে আপনি উদ্দেশ্যহীনভাবে ঘুরেই মরবেন। নিজের ইচ্ছাশক্তির উপর বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব। মনে রাখবেন, মনের স্থিরতা আর কাজের ক্ষেত্রে গতিশীলতা– এই দুটিই উন্নতি ও সাফল্যের মূল চাবিকাঠি। মন স্থির থাকলে তবেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আর সেই সিদ্ধান্তগুলোকে যখন গতিশীলতার সঙ্গে বেঁধে কাজে পরিণত করি, তখনই আসে প্রকৃত সাফল্য।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ