Advertisement
Advertisement
Mumbai

আফজল গুরুর ফাঁসির বদলা! বোমা মেরে তাজ হোটেল, মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি

শুক্রবার রাতে বিমানবন্দর পুলিশের কাছে এই হুমকি মেল আসে।

Mumbai airport Taj Hotel Receive Bomb thrate
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 17, 2025 12:59 pm
  • Updated:May 17, 2025 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বিলাসবহুল তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বোমাতঙ্ক। এই দু’টি জায়গাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শুক্রবার রাতে মেল আসে বিমানবন্দর পুলিশের কাছে। এরপরই শনিবার সকাল থেকে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বাণিজ্য নগরীতে।

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মেলে বিমানবন্দর ও তাজ হোটেলকে IED বোমা মেরে উড়িয় দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ করা হবে বলে মেলে উল্লেখ করা হয়েছে। মেল পাওয়ার পরই পুলিশের তরফে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে। বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত কোথাও কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে সংসদ ভবনে হামলা চালানোর মূল অভিযুক্ত ছিল আফজল গুরু। ২০১৩ সালে তাকে ফাঁসির সাজা শোনানো হয়। ওই বছরই ফ্রেব্রুয়ারি মাসে ফাঁসি হয় আফজলের। এদিকে ২০০৮ সালের মুম্বই হামলার স্মৃতি এখন তাজা আপামর ভারতবাসীর মধ্যে। সেই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রাণাকে নিজেদের হেফাজতে পেয়েছে এনআইএ। এরই মধ্যে ফের বাণিজ্য নগরীতে ছড়াল বোমাতঙ্কের আতঙ্ক।

এই মেল পাওয়ার পরই সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ছত্রপতি শিবাজি রেল স্টেশন, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা শহরজুড়েই বিভিন্ন জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিমানবন্দর পুলিশের তরফে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কোথা থেকে এই মেল এসেছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement