Advertisement
Advertisement
Mumbai bomb threat case

৪০০ কেজি আরডিএক্স, ৩৪ মানববোমায় মুম্বই ওড়ানোর হুমকি, নয়ডা থেকে গ্রেপ্তার বিহারী প্রৌঢ়

মুম্বই পুলিশ সূত্রের দাবি, উত্তরপ্রদেশের নয়ডায় বসে মুম্বই পুলিশকে ওই হুমকি দেয় অশ্বিন কুমার সুপ্রা নামের বছর পঞ্চাশের প্রৌঢ়।

Mumbai bomb threat case: Crime Branch arrests key accused from Noida
Published by: Subhajit Mandal
  • Posted:September 6, 2025 8:49 am
  • Updated:September 6, 2025 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে ঢুকে পড়েছে ৩৪ মানববোমা। গণেশপুজোর বিসর্জনের দিনই উড়িয়ে দেওয়া হবে মুম্বই শহরের বিভিন্ন প্রান্ত। ‘লস্কর-ই-জেহাদি’ নামক সংগঠনের নামে মিলেছিল হুমকি। তদন্তে নেমে এক বিহারী প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

মুম্বই পুলিশ সূত্রের দাবি, উত্তরপ্রদেশের নয়ডায় বসে মুম্বই পুলিশকে ওই হুমকি দেয় অশ্বিন কুমার সুপ্রা নামের বছর পঞ্চাশের প্রৌঢ়। নয়ডা থেকে কেনা একটি মোবাইল ফোন এবং সিমকার্ড ব্যবহার করেই মুম্বই পুলিশের কাছে হুমকি বার্তা পাঠানো হয়। তদন্তে নেমে শনিবার ভোরে সুপ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। তাঁকে মুম্বই নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি এসেছিল। অতীতে অনেক ভুয়ো হুমকি এভাবেই এসেছে। তবে পুলিশ সতর্ক। মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখাও কাজ করছে একই সঙ্গে।
শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমা রাখার হুমকি আসে। সেখানে সাফ জানানো হয়, গোটা মুম্বইজুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানববোমা মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে ওই বোমায়। একসঙ্গে সব বোমা ফেটে ছারখার হয়ে যাবে গোটা শহর। অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে। এই খবর প্রকাশ হতেই তোলপাড় পড়ে যায় মুম্বই জুড়ে। হুমকি বার্তা ও ফোন আসার পরই গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়। ইতিমধ্যেই মহারাষ্ট্র জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। উড়ো ফোন পাওয়ার পরই সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আজ, শনিবার অনন্ত চতুর্দশী। মুম্বইয়ে ধুমধাম করে এই দিনটি পালিত হয়। উৎসবের ঠিক আগেই এমন হুমকি ঘিরে স্বভাবতই আতঙ্ক ছড়ায় সর্বত্র। দশ দিনের গণেশ উৎসব মুম্বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। আজ বিসর্জনের অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তাই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই হুমকি বার্তা ভুয়ো। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেটাই নিশ্চিত হতে চায় পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement