Advertisement
Advertisement
Air India

ফের এয়ার ইন্ডিয়া, এবার মুম্বইগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, দিল্লি বিমানবন্দরে বাতিল উড়ান

গতকালই এয়ার ইন্ডিয়ার দোহাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

Mumbai-Bound Air India Express Flight Aborts Takeoff in Delhi Airport Due To Technical Issue
Published by: Kishore Ghosh
  • Posted:July 24, 2025 9:21 am
  • Updated:July 24, 2025 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশে আতঙ্ক লেগেই আছে! এবার যান্ত্রিক ত্রুটির কারণে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের টেকঅফ বাতিল হল দিল্লি বিমানবন্দরে। উড়ানের ঠিক আগের মুহূর্তে গোলমাল ধরা পড়ে বিমানটিতে। যার পরে বিমান সংস্থা উড়ান স্থগিত করে। এই ঘটনা বুধবার সন্ধ্যায় ঘটলেও প্রকাশ্যে এসেছে বৃস্পতিবার সকালে। উল্লেখ্য, গতকালই এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমান দোহার উদ্দেশে উড়ে গিয়েও কালিকটে বিমানবন্দরে ফিরে আসে। সেক্ষেত্রেও যান্ত্রিক ত্রুটিই ছিল কারণ।

Advertisement

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, দিল্লিতে আমাদের একটি বিমানের সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই টেকঅফ বাতিল করা হয়। সূত্রের খবর, ককপিটের বিমানের বিভিন্ন প্যারামিটারগুলির ডিসপ্লেতে সমস্যা দেখা দেয়। সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছিল না। এই কারণেই উড়ান বাতিল করেন বিমানচালক। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি ধরা পড়তেই বিমান থেকে নামানো হয় যাত্রীদের। তাঁদের জন্য মুম্বইগামী বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়। যাবতীয় অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা।

বুধবার কেরলের কালিকট বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ওড়া বিমান টেকঅফের ঘণ্টা দুয়েক বাদে ফিরে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আইএক্স ১৩৫ উড়ানটি যাত্রী ও বিমানকর্মী-সহ ১৮৮ জনকে নিয়ে কালিকট বিমানবন্দর থেকে সকাল ৯ বেজে ৭ মিনিটে রওনা দিয়েছিল। যদিও ঘণ্টা দুয়েক বাদে ১১টা বেজে ১২ মিনিটে বিমানটি কালিকট বিমানবন্দরেই ফিরে আসে। বিমান সংস্থার অবশ্য দাবি, জরুরি অবতরণ করেনি উড়ানটি। যাত্রী এবং বিমানকর্মীরা নিরাপদে আছেন।

প্রসঙ্গত, গত ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই মেঘানিনগরে লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি। ওই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ২৬০ জনের। তাঁদের মধ্যে ২৪১ জন সওয়ার ছিলেন বিমানে। এরপর থেকে একাধিক এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ কিংবা অন্য ত্রুটি ধরা পড়েছে। সব মিলিয়ে আকাশপথে আশঙ্কা কাটেনি আমজনতার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement