সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা প্রবল বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বইতে। বর্ষায় নাজেহাল মায়ানগরী মুম্বই। শুক্রবার রাতে ভিখরোলি পশ্চিমে ভূমিধসে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত দুই। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাতভর বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় জল জমে প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এরই মধ্যে পশ্চিম ভিখরোলিতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সেখানকার জনকল্যাণ সোশাইটিতে ভূমিধসের কারণে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। যাঁর মধ্যে রয়েছেন ১৯ বছরের তরুণী শালু মিশ্রা। অন্যজন ৫০ বছরের সুরেশ মিশ্র। পরিবারের অন্য দুই সদস্য আরতি মিশ্র ও ঋতুরাজ মিশ্র গুরুতর আহত অবস্থায় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন। মুম্বই ফায়ার বিগ্রেড, পুলিশ এবং ওয়ার্ড স্টাফরা গিয়ে তাঁদের উদ্ধার করে।
শুক্রবার মুম্বইতে স্বাধীনতা দিবসে দাপট দেখায় বৃষ্টি। শহরের বহু এলাকা জলমগ্ন। গুরুত্বপূর্ণ অনেক সড়কও জলের তলায় চলে গিয়েছে। এদিনও দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার সকাল ৮টা ৩০মিনিট থেকে শনিবার সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মুম্বইতে সবচেয়ে বৃষ্টি হয়েছে ভিখরোলি এলাকাতেই। অঙ্কটা হল ২৪৮.৫ মিলিমিটার। পাশাপাশি সান্তাক্রুজ(২৩২.৫ মিমি), সিয়ন (২২১ মিমি), জুহু(২০৮ মিমি) , বান্দ্রা (১৭৩ মিমি), বাইকুল্লায় (১৫৮.৫ মিমি) বৃষ্টি হয়েছে। মুম্বইয়ের শহরতলিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
যে কোনওরকম দুর্ঘটনা পরিস্থিতি মোকাবেলায় সজাগ মুম্বই পুলিশ। ইতিমধ্যেই মুম্বইবাসীর জন্য জরুরিকালীন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরতে অনুরোধ করেছে মুম্বই পুলিশ। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি জলজমা ও ভূমিধস প্রবণ এলাকা এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.