Advertisement
Advertisement
Mumbai

মুম্বইয়ে গণপতি বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক, আহত আরও ৫

সম্প্রতি পালঘরে প্রতিমা বিসর্জনে গিয়ে ৩ জন সমুদ্রে ভেসে যান।

Mumbai one dead 5 injured after electric wire touches Ganpati idol during visarjan
Published by: Amit Kumar Das
  • Posted:September 7, 2025 7:30 pm
  • Updated:September 7, 2025 7:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। মৃত যুবকের নাম বিনু সুকুমারণ। আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণেশ বিসর্জন উপলক্ষে প্রতিমা গাড়িতে নিয়ে সাকিনাকা এলাকা দিয়ে যাচ্ছিল একটি শোভাযাত্রা। পথে মূর্তিটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। ঘটনায় আহত হন ৬ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিনুকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন। এই দুর্ঘটনার তথ্য প্রকাশ্যে এনেছে বৃহন্মুম্বই পুরসভা (BMC)। জানানো হয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বাকিরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, গণপতি উৎসবের অন্যতম পীঠস্থান মহারাষ্ট্র। পুজো শেষের পর চলছে প্রতিমা বিসর্জন। যার জেরে একাধিক জায়গায় দুর্ঘটনার খবর সামনে এসেছে। সম্প্রতি পালঘরে প্রতিমা বিসর্জনে গিয়ে ৩ জন সমুদ্রে ভেসে যান। যদিও পরে তাঁদের উদ্ধার করা হয়। বিসর্জনে কোনওরকম দুর্ঘটনা এড়াতে কোমর বেঁধে নেমেছে উপকূলরক্ষীবাহিনীর হেলিকপ্টার। মুম্বই পুলিশ ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার রাত ১২টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ছত্তিশগড়ে। অন্তত ১৫০ জনের এক শোভাযাত্রা চলাকালীন একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও ২২ জন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement