Advertisement
Advertisement

Breaking News

Mumbai-Pune Expressway

নিয়ন্ত্রণ হারিয়ে পুণে এক্সপ্রেসওয়েতে ২০টি গাড়িতে ধাক্কা ট্রাকের! মৃত এক, আহত বহু

ট্রাকটি ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারান চালক।

Mumbai-Pune Expressway crash, 1 dead, 18 injured as truck rams 20 vehicles
Published by: Amit Kumar Das
  • Posted:July 26, 2025 11:37 pm
  • Updated:July 26, 2025 11:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২০টি গাড়িতে ধাক্কা মারল একটি মালবোঝাই ট্রাক। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। পাশাপাশি আহত হয়েছেন ১৯ থেকে ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার এই দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলি থানা এলাকায়। একটি কন্টেনার বোঝাই ট্রাক ব্রেক ফেল করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বইগামী লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে পরপর ধাক্কা মারতে থাকে। কিছু গাড়িকে কার্যত পিষে চলে যায়। এভাবে প্রায় ২০টি গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। যার জেরে মৃত্যু হয় এক মহিলার। পাশাপাশি আহত হন অন্তত ২০ জন।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় নবি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক মহিলার। পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রাকটি ব্রেক ফেল করার কারণে নিয়ন্ত্রণ হারান চালক। যার জেরেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএমডব্লিউ, মার্সিডিজের মতো বহু বিলাসবহুল গাড়ি।

ঘটনার তদন্তে নেমে খোপালি থানার পুলিশ চালককে হেফাজতে নিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিও। চালকের মেডিক্যাল পরীক্ষায় জানা গিয়েছে, দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ