Advertisement
Advertisement
Mumbai

ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের নতুন ভূগর্ভস্থ মেট্রো স্টেশন, ছাদ চুঁইয়ে পড়ছে জল, বন্ধ পরিষেবা

স্টেশনটির পরিকাঠামো নিয়ে উঠেছে প্রশ্ন।

Mumbai's Newly-Inaugurated Worli Metro Station Flooded, Roof Leaks
Published by: Subhodeep Mullick
  • Posted:May 26, 2025 4:30 pm
  • Updated:May 26, 2025 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের ওরলি মেট্রো স্টেশন। ছাদ ফুটো হয়ে সেখান থেকে চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল। কিছুদিন আগেই নতুন এই ভূগর্ভস্থ স্টেশনটির উদ্বোধন করা হয়েছিল। এর মধ্যেই এই বেহাল দশা। ওরলি মেট্রো স্টেশনটি অ্যাকোয়া লাইন ৩-এর মধ্যে পড়ে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই লাইনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির জলে প্লাবিত হয়ে গিয়েছে স্টেশনের গোটা প্ল্যাটফর্ম। কোনও মতে যাত্রীরা সেখান থেকে বেরিয়ে আসছেন। আবার অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, স্টেশনের ছাদের বিভিন্ন অংশ ফুটো হয়ে গিয়েছে এবং সেখান থেকে চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল।

গত ১০ মে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) থেকে ওরলির আচার্য আত্রে চক পর্যন্ত মুম্বই মেট্রো লাইন থ্রির পরিষেবা চালু হয়। তবে এই ঘটনার পর নতুন উদ্বোধন হওয়া স্টেশনের পরিকাঠামো নিয়ে উঠেছে প্রশ্ন।      

প্রসঙ্গত, কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বই, পুণে-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। রবিবার রাত থেকে থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিমান ওঠানামা ও গণপরিবহণে প্রভাব পড়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ ঘণ্টা আরও বেশি বৃষ্টি হবে মুম্বইয়ের বেশকিছু এলাকায়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। বিপর্যয় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন। পর্যাপ্ত ত্রাণ মজুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট, উড়ালপুল বিশেষ করে ইলেকট্রিক লাইনে নজর রাখতে বলা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-সহ বেশকিছু এলাকায় বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মুম্বইয়ের বেশকিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement