সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের নিষ্পত্তি তো দূর। দু’বছর পরেও থমকে তদন্ত। আর কতদিন সময় লাগবে তদন্ত শেষ হতে? সিবিআইয়ের কাছে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। আগামী ২ সপ্তাহের ডেডলাইনও বেঁধে দিল সর্বোচ্চ আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে গ্রেপ্তার হন অয়ন। এরপর পুর নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়ে যায় তার। অয়নের সংস্থার বিরুদ্ধে পুর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওএমআর শিটের দায়িত্ব ছিল। এই মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অয়ন। হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অয়ন। সোমবার বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি অতুল এস চন্দ্রকরের বেঞ্চে অয়ন শীলের জামিন মামলার শুনানি ছিল।
অয়নের আইনজীবী আদালতে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দাবি করেন, “১৭টি পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। মোটে ৪টি পুরসভায় তদন্ত করেছে সিবিআই। বাকি থমকে। মাঝে ২ বছর কেটে গিয়েছে। আমার মক্কেল (অয়ন শীল) জেলে রয়েছেন।” এরপর অয়নের জামিনের আর্জি জানান তিনি। তা শুনে বিচারপতি বলেন, “আপনার মক্কেল ওএমআর শিটে কারচুপি করে অযোগ্যদের চাকরি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনিই আসল অপরাধী।” এরপর সিবিআইয়ের তদন্তে দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, “দুর্নীতির অভিযোগে এখনও পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে? আর কতদিন তদন্ত শেষ হতে সময় লাগবে?” এসব প্রশ্নের জবাব হলফনামা আকারে সিবিআইকে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। দু’সপ্তাহের ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.