Advertisement
Advertisement
Karnataka BJP

মৃত্যুর খবর শুনেও হোটেলে হালুয়া খাচ্ছিলেন! ‘রক্তপিপাসু’ সিদ্দারামাইয়ার ইস্তফা দাবি বিজেপির

পুলিশ কমিশনার-সহ ৫ পুলিশ আধিকারিককে সাসপেন্ডের ঘটনায় সরব বিজেপি।

Murderers punishing police, Karnataka BJP slams Congress Govt over top cop's suspension

বিজেপির শেয়ার করা ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:June 6, 2025 2:15 pm
  • Updated:June 6, 2025 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবেগের বিস্ফোরণ কেড়ে নিয়েছে ১১টি তরতাজা প্রাণ। আরসিবির বিজয়োৎসবে মর্মান্তিক দুর্ঘটনায় এবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিকবকুমারের দিকে আঙুল তুলল বিজেপি। অভিযোগ, দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে এই খবর জানার পরও ওই অনুষ্ঠান বন্ধ করা হয়নি। আহতদের দেখতে হাসপাতালের যাওয়ার বদলে হোটেলে গিয়ে বাদামের হালুয়া খাচ্ছিলেন সিদ্দারামাইয়া। শুধু তাই নয়, ড্রাকুলার সঙ্গে তুলনা করে সিদ্দারামাইয়া ও শিবকুমারের রক্তচক্ষু ও শ্বদন্ত বিশিষ্ট একটি ছবি পোস্ট করা হয়েছে। বিজেপির দাবি, ঠাণ্ডা মাথার খুন করে এখন পুলিশকে শাস্তি দেওয়া হচ্ছে কংগ্রেসের তরফে।

Advertisement

বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা গেলেও সিদ্দারামাইয়ার দাবি সংখ্যাটা ৩৭। মর্মান্তিক এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। কর্নাটক সরকার পদপিষ্ট হওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশ কমিশনার-সহ একাধিক পুলিশ কর্তাকে। এহেন পরিস্থিতির মাঝেই কর্নাটকের বিধান পরিষদের দলবিরোধী সি নারায়ণস্বামী অভিযোগ করেন, “ঘটনার পর একাধিক জনের মৃত্যু হয়েছে জেনেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এরপর গোটা ঘটনার খোঁজখবর নেওয়া বা আহতদের দেখতে যাওয়ার পরিবর্তে মুখ্যমন্ত্রী বাদামের হালুয়া খেতে হোটেল চলে যান।”

এদিকে দুর্ঘটনায় নিজেদের দায় এড়িয়ে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানোর ঘটনায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে বিজেপির তরফে তোপ দেগে বলা হয়েছে, ‘কর্নাটকের ইতিহাসে প্রথমবার ঠান্ডা মাথায় খুনিরা শীর্ষ পুলিশ কর্তাদের শাস্তি দিচ্ছে।’ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা ইয়েদিউরপ্পা এক্স হ্যান্দেলে লেখেন, ‘আরসিবির বিজয়োৎসবে সরকার তার নৈতিক দায়িত্ব ভুলে গিয়েছে। জনগণের ক্ষোভের মুখে এখন পুলিশ কমিশনার-সহ পাঁচজন পুলিশ আধিকারিককে বলির পাঁঠা করেছে। এটা লজ্জাজনক।’ এহেন পদক্ষেপকে ক্ষমতা আঁকড়ে রাখার স্বার্থপর পদক্ষেপ বলে তোপ দেগেছেন। তাঁর দাবি, ন্যুনতম নীতিবোধ থাকলে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

এর সঙ্গেই বিজেপির তরফে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের চোখ ড্রাকুলার মতো লাল। হাঁ করা মুখে বেরিয়ে রয়েছে রক্তচোষা শ্বদন্ত। যা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি আরসিবির বিজয় সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি, সম্প্রচারকারী সংস্থা এবং কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement