Advertisement
Advertisement
UP Doctor

সংখ্যালঘু হওয়ার ‘অপরাধ’! আসন্নপ্রসবাকে ফিরিয়ে বিতর্কে যোগীরাজ্যের চিকিৎসক

চিকিৎসক স্পষ্ট জানিয়ে দেন, “আমি মুসলিম মহিলার চিকিৎসা করব না।”

Muslim Woman Accuses UP Doctor Of 'Refusing' To Treat Her, Probe On

সংখ্যালঘু মহিলা শামা পারভিন।

Published by: Amit Kumar Das
  • Posted:October 8, 2025 12:07 pm
  • Updated:October 8, 2025 12:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যালঘু হওয়ার ‘অপরাধে’ আসন্নপ্রসবা মহিলাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দিলেন চিকিৎসক। উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় চিকিৎসকের ধর্ম দেখে চিকিৎসা করতে অস্বীকার করার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জেলার সরকারি হাসপাতালে ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হয়েছিল অন্তঃসত্ত্বাকে। তাঁকে চিকিৎসক স্পষ্ট জানিয়ে দেন, “আমি মুসলিম মহিলার চিকিৎসা করব না।”

Advertisement

এই ঘটনা সামনে আসে একটি ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে। রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কট্টর হিন্দুত্ববাদের জন্য কিছু চিকিৎসক সংখ‍্যালঘুদের সঙ্গে এমন অবমাননাকর আচরণ করছেন বলে অভিযোগ উঠছে। তবে বিতর্ক আরও তীব্র হয়, যখন ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে দু’জন স্থানীয় সাংবাদিক- মায়াঙ্ক শ্রীবাস্তব ও মোহাম্মদ উসমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ওই দুই সাংবাদিক জোর করে লেবার রুমে ঢুকে ভিডিও তোলেন এবং হাসপাতালের অন্দরের ক্ষতি করেন।

জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ন’টা নাগাদ বিড়িবাড়ি গ্রামের বাসিন্দা শামা পারভিনকে প্রসবযন্ত্রণা নিয়ে জেলার স্থানীয় মহিলা হাসপাতালে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত ছিলেন এক মহিলা চিকিৎসক। পরে সোশাল মিডিয়ায় একটি ভিডিওতে শামা পারভিনকে বলতে শোনা যায়, “চিকিৎসক বললেন, আমি মুসলিম মহিলার চিকিৎসা করব না। তোমার ডেলিভারি করাব না। নার্সকেও বলেন, যেন আমাকে অপারেশন থিয়েটারে না নেওয়া হয়। আমাদের পরিবারকে স্পষ্ট বলে দেন, আমাকে যেন অন্য কোথাও নিয়ে যাওয়া হয়।” এই ঘটনার প্রেক্ষিতে সমাজবাদী পার্টির মছলিশশহরের বিধায়ক রাগিণী সোনকর বলেন, “এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। রাজ্যজুড়ে যেভাবে সাম্প্রদায়িক বিভাজন ছড়ানো হয়েছে, তারই ফল এটা। কোনও প্রসবযন্ত্রণায় কাতর নারী মিথ্যা অভিযোগ করেন না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ