Advertisement
Advertisement
Jammu and Kashmir

ভারত-পাক সীমান্তে রহস্যময় ড্রোন! সতর্ক সেনা, চলছে চিরুনি তল্লাশি

ঘটনার পরেই গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।

Mysterious drone flying at India Pakistan border in Jammu and Kashmir

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:October 4, 2025 4:28 pm
  • Updated:October 4, 2025 4:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জম্মু এবং কাশ্মীরের সাম্বা সেক্টরের ভারত-পাকিস্তান সীমান্তে রহস্যময় পাক ড্রোন! নজরে আসতেই চরম সতর্কতা সেনাবাহিনীতে। শুধু তাই নয়, ড্রোনের খোঁজে একযোগে তল্লাশি শুরু করেছে সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামে পাকিস্তানি দিক থেকে ড্রোনের মতো একটি বস্তুকে উড়তে দেখা যায়। প্রথমেই স্থানীয় মানুষজনের নজরে তা আসে। খবর যায় নিরাপত্তাবাহিনীর কাছেও। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রোনের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় তল্লাশি। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরেই গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, ভারত পাক সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতেও বাহিনীর তরফে সতর্ক করা হয়েছে। বিভিন্ন সময়ে ড্রোনের সাহায্যে সীমান্ত এলাকায় অস্ত্র কিংবা মাদক পাচার করা হয়ে থাকে। এক্ষেত্রেও তাই করা হয়েছে? ড্রোনের সাহায্যে সীমান্ত এলাকায় অস্ত্র কিংবা মাদক পাচার করা হয়েছে? নিশ্চিত হতে সীমান্ত এলাকায় জোর তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, বাড়তি বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ড্রোনের ব্যবহার বেড়েছে। শুধু সেনাবাহিনীর হাতেই নয়, জঙ্গিদের হাতেও ড্রোন রয়েছে। আর তা ব্যবহার করে বিভিন্ন সময়ে জম্মু-কাশ্মীরে নাশকতার ঘটনা ঘটেছে। যা ঠেকাতে ইতিমধ্যে অ্যান্টি ড্রোন গান বাহিনীর তরফে মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই পাক ড্রোনের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ভারত-পাকিস্তান সীমান্তে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ