Advertisement
Advertisement
Imphal Airport

ইম্ফল বিমানবন্দরের আকাশে ‘রহস্যময়’ ড্রোন! ব্যাহত বিমান পরিষেবা

হুলস্থূল পড়ে যায় বিমানবন্দরে।

'Mysterious' drone foound in the sky at Imphal airport
Published by: Subhodeep Mullick
  • Posted:October 6, 2025 8:51 pm
  • Updated:October 6, 2025 8:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইম্ফল বিমানবন্দরের আকাশে দেখা মিলল ‘রহস্যময়’ ড্রোনের। এই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। ফলে ব্যাহত হয় বিমান পরিষেবা।

Advertisement

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, সোমবার বিকেলে ইন্ডিগোর একটি বিমান আগরতলা থেকে ইম্ফলের উদ্দেশে রওনা দিয়েছিল। ইম্ফল বিমানবন্দরে অবতরণের কিছুটা আগেই পাইলট আকাশে ‘রহস্যময়’ এক ড্রোন দেখতে পান। তড়িঘড়ি বিষয়টি তিনি জানান বিমানবন্দর কর্তৃপক্ষকে। এরপরই হুলস্থূল পড়ে যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। ফলে ব্যাহত হয় উড়ান পরিষেবা। কিন্তু কোথা থেকে এই ড্রোনটি সেখানে এল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মণিপুর পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁরা তদন্ত শুরু করেছেন। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর অবশেষে ইম্ফল বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক হয়।

উল্লেখ্য, শুক্রবার রাতের দিকে জার্মানির মিউনিখ বিমানবন্দরের আকাশে এরকমই ‘রহস্যময়’ ড্রোন দেখা যায়। এরপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ফলে সেখানে আটকে পড়েন প্রায় ৬ হাজার যাত্রী। লন্ডন, স্পেন-সহ ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে উড়ে আসা বিমানগুলিকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই ড্রোনটিও কোথা থেকে এসেছিল, তা জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ