Advertisement
Advertisement
Nag Mk II

‘নাগে’র ছোবলে পুড়ে খাক হবে শত্রুর ট্যাঙ্ক! ভারতীয় সেনার হাতে কালান্তক অস্ত্র

সেনা ও ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Nag Mk II Anti-Tank Missile successfully tested
Published by: Biswadip Dey
  • Posted:October 18, 2025 12:30 pm
  • Updated:October 18, 2025 12:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নাগ এমকে ২’। যত অত্যাধুনিক ট্যাঙ্ক হোক না কেন, তাকে ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এবার হালকা ওজনের ট্যাঙ্ক থেকে উৎক্ষেপণ করা হল ওই মিসাইল। যা অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে এক মাইলফলক বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, পাঁচ কিলোমিটার দূরত্বে থাকা ‘টার্গেট’ গুঁড়িয়ে দিয়েছে নাগ।

Advertisement

ট্যাঙ্ক যতই অত্যাধুনিক হোক না কেন তাকে ধ্বংস করতে সক্ষম ‘নাগ’। বিশেষজ্ঞদের দাবি, যে কোনও জটিল অপারেশনে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে ‘নাগ মার্ক ২’। ক্ষেপণাস্ত্রটির পাল্লা, নির্ভুল নিশানা ও উচ্চমানের আক্রমণ-ক্ষমতা- সব দিক থেকেই এদিনের পরীক্ষায় সফল নাগ। এদিকে যে হালকা ওজনের ট্যাঙ্ক থেকে তা নিক্ষেপ করা হল সেটির নকশা তৈরি করেছে ডিআরডিও। নির্মাণ করেছে লার্সন অ্যান্ড টুব্রো। নাগ ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল, জটিলতা বিহীন ও সহজে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। অত্যাধুনিক যে কোনও ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি মুহূর্তে ধ্বংস করতে সক্ষম এটি। এছাড়া, যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয়তা যে কোনও জায়গায় সহজে স্থাপন করা যেতে পারে এটি। সহজে বহন করাও সক্ষম। মিসাইলের সফল পরীক্ষার পর সেনা ও ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ‘দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আজ এক গর্বের মুহূর্ত’ বলেও এই মুহূর্তকে ব্যাখ্যা করেছেন তিনি।


অপারেশন সিঁদুর চলাকালীন শত্রু পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছিল ভারতীয় ক্ষেপণাস্ত্র আকাশ। মাঝ আকাশেই ধুলিসাৎ করেছিল পাকিস্তানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র-বিমান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও শত্রু বিমান ধ্বংসে এর জুড়ি মেলা ভার। এই তালিকায় নাগের অন্তর্ভুক্তি যে শত্রু দেশের মেরুদণ্ডে শীতল প্রবাহ বইয়ে দেবে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ