Advertisement
Advertisement
La Ganesan

প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন, সামলেছিলেন বাংলার দায়িত্বও

কয়েক দিন আগে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি।

Nagaland Governor La Ganesan dies
Published by: Biswadip Dey
  • Posted:August 15, 2025 9:21 pm
  • Updated:August 15, 2025 9:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন। বয়স হয়েছিল ৮০। শুক্রবার চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক দিনে আগে পড়ে গিয়ে তিনি গুরুতর চোট পেয়েছিলেন বলে জানা যাচ্ছে। দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হল না। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, লা গণেশন একসময় বাংলার রাজ্যপালের দায়িত্বও সামলেছেন।

Advertisement

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী তাঁকে ‘নিষ্ঠাবান জাতীয়তাবাদী’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘উনি তামিলনাড়ুতে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে কঠোর শ্রম করেছিলেন। তামিল সংস্কৃতির প্রতিও তিনি গভীর ভাবে আবেগপ্রবণ ছিলেন। ওঁর পরিবার ও অনুরাগীদের সহমর্মিতা জানাই। ওম শান্তি।’

প্রসঙ্গত, ২০২২ সালে বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলান মণিপুরের রাজ্যপাল লা গণেশন। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পরই রাজ্যের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে দেন জগদীপ ধনখড়। তাঁর পদত্যাগের পর লা গণেশনই সেই পদে শপথ নেন অস্থায়ী রাজ্যপাল হিসেবে। সিভি আনন্দ বোস দায়িত্বগ্রহণের আগে পর্যন্ত সেই পদেই ছিলেন তিনি। ২০২১ সালের ২২ আগস্ট মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন গণেশন। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। এরপর ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেন। এছাড়াও তিনি ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। সামলেছেন বিজেপির দায়িত্বও। ছিলেন দলের জাতীয় সম্পাদক এবং সহ সভাপতি।

গত ৮ আগস্ট তিনি পড়ে গিয়ে সংজ্ঞা হারান। মাথায় চোটও পান। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু বাড়ি ফেরা হল না অশীতিপর গণেশনের। স্বাধীনতা দিবসেই প্রয়াত হলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ