Advertisement
Advertisement
Nagpur violence

ভিডিও করে গুজব ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার নাগপুর হিংসার মূলচক্রী

নাগপুরের ১১টি এলাকায় জারি কারফিউ।

Nagpur violence mastermind Fahim Khan arrested
Published by: Kishore Ghosh
  • Posted:March 19, 2025 4:58 pm
  • Updated:March 19, 2025 4:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুরে হিংসার ঘটনায় গ্রেপ্তার করা হল মূল অভিযুক্তকে। বুধবার ফাহিম খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি স্থানীয় মাইনরিটিস ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) নেতা। পুলিশের দাবি, ফাহিম গুজব ও উসকানি ছড়ানোয় গত ১৭ মার্চ গোষ্ঠী হিংসা ছড়িয়েছিল নাগপুর শহরে। যার ফলে আহত হন বহু মানুষ। 

Advertisement

গণেশপেট থানার এফআইআরে ফহিম খানের নাম যুক্ত করার এক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সকালে অভিযুক্তের ছবি ও একটি ভিডিও প্রকাশ্যে আনে তদন্তকারীরা। যেখানে দেখা গিয়েছে, হিংসায় উসকানিমূলক ভাষণ দিচ্ছেন তিনি। এর পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে দাবি। ৩৮ বছরের ফাহিম খান এমডিপির সভাপতি। যশোধরা নগরের সঞ্জয় বাগ কলোনির বাসিন্দা। আদালতের নির্দেশে ২১ মার্চ অবধি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে।

উল্লেখ্য, মোগলসম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তেমনই এক বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয় নাগপুরে। গুজব ছড়ায়, ওই বিক্ষোভে একটি বিশেষ ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেওয়া হয়। সেই গুজব মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয়। ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দু’টি জেসিবি-তে আগুন ধরিয়ে দেওয়া হয়, এছাড়াও একাধিক গাড়ি পোড়ানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে, তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ইট-পাথরে আঘাতে বহু পুলিশকর্মী জখম হন। পরিস্থিতি সামাল দিতে এলাকাজুড়ে কারফিউ জারি হয়। ৫০ জনকে আটক করা হয়। এবার নাগপুর হিংসার মূলচক্রীকে গ্রেপ্তার করা হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ