Advertisement
Advertisement
Narayana Murthy

‘সপ্তাহে ৪৬ ঘণ্টা ১৫ মিনিটের বেশি কাজ নয়’, নারায়ণমূর্তির ‘৭০ ঘণ্টা’র নিদান উড়িয়ে নির্দেশ তাঁরই সংস্থার

আর কী জানাল সংস্থাটি।

Narayana Murthy asked Indians to work 70 hrs, now Infosys seeks work-life balance and tells staff no overtime
Published by: Subhodeep Mullick
  • Posted:July 1, 2025 6:36 pm
  • Updated:July 1, 2025 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে তরুণদের। দেশে কর্মসংস্কৃতির হাল ফেরাতে এমনই পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তি। এবার তাঁরই দেওয়া এই নিদান ওড়াল ইনফোসিস। সংস্থাটি জানিয়েছে, সপ্তাহে ৪৬ ঘণ্টা ১৫ মিনিটের বেশি কখনই অফিসে কাজ করা উচিত নয় কর্মীদের।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, যে সমস্ত কর্মীরা নির্ধারিত সময়ের বেশি অফিসে থাকছেন বা কাজ করছেন, সম্প্রতি ইনফোসিসের ‘হিউম্যান রিসোর্স’ বিভাগ তাঁদের একটি মেল পাঠিয়েছিল। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরে সেখানে বলা হয়, ‘কর্মীরা সপ্তাহে পাঁচ দিন অফিসে কাজ করবেন। দৈনিক ৯ ঘণ্টা ১৫ মিনিট অর্থাৎ সপ্তাহে ৪৬ ঘণ্টা ১৫ মিনিটের বেশি কোনও কর্মীরই কাজ করা উচিত নয়। শুধু মাত্র অফিসেই নয়। যদিও কোনও কর্মী বাড়ি থেকে কাজ করেন, তাঁর ক্ষেত্রেও এটি প্রযোজ্য।’ কর্মীদের স্বাস্থ্যের বিষটি উল্লেখ করে মেলে বলা হয়, ‘আপনাদের প্রতিশ্রুতির জন্য আমরা কৃতজ্ঞ। তবে আমরা এটাও বিশ্বাস করি যে, আপনার সুস্থতা এবং দীর্ঘমেয়াদী পেশাদার সাফল্যের জন্য কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’       

প্রসঙ্গত, একটি পডকাস্টে কথা বলার সময় নারায়ণমূর্তি জানিয়েছিলেন, ভারতের কর্ম সংস্কৃতির বড় পরিবর্তন প্রয়োজন। সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে তরুণদের। তাঁর কথায়, ”ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।” এই পরিস্থিতিতে ৭৭ বছরের নারায়ণমূর্তির পরামর্শ, ”আমার মতে তরুণদের অবশ্যই বলা উচিত, এটা আমার দেশ। আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই।” এর পরই শুরু হয় বিতর্ক। পরবর্তী সময়ও এই বিষয়ে নিজের মতকেই প্রতিষ্ঠা করতেই দেখা গিয়েছে তাঁকে। তবে এবার নারায়ণমূর্তির দেওয়া এই নিদান ওড়াল তাঁর নিজের সংস্থাই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement