ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি (Narayana Murthy)। গত মাসেই জানা গিয়েছিল, চার মাসের নাতিকে ২৪০ কোটি টাকার শেয়ার কিনে দিয়েছেন তিনি। এবার প্রকাশ্যে আর এক চাঞ্চল্যকর তথ্য। ইনফোসিসের শেয়ারের ডিভিডেন্ড থেকেই একরত্তির আয় হল ৪ কোটি টাকা।
নারায়ণমূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির জন্ম গত বছরের নভেম্বরে। এবছরের মার্চে মাস চারেকের শিশুকে ইনফোসিসের (Infosys) ০.০৪ শতাংশ শেয়ার কিনে দেন ‘দাদু’। ১৮ এপ্রিল আইটি জায়ান্ট ইনফোসিসের তরফে ঘোষণা করা হয় একটি ফাইনাল ডিভিডেন্ট ও একটি স্পেশাল ডিভিডেন্টের। ইনফোসিস জানিয়েছে, ফাইনাল ডিভিডেন্ট ও স্পেশাল ডিভিডেন্টের শেয়ারপিছু মূল্য যথাক্রমে ২০ টাকা এবং ৮ টাকা। এই ডিভিডেন্ট থেকে একাগ্রর মোট আয় হল ৪.২ কোটি টাকা। এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ৩১ মে। জুলাই মাসের শুরুতে প্রত্যেক শেয়ার হোল্ডার ওই টাকা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
প্রসঙ্গত, গত মাসে নারায়ণমূর্তির নাতির জন্য শেয়ার কেনার বিষয়টি সামনে আসার পরই ট্রোলের মুখে পড়তে হয় ইনফোসিসের প্রতিষ্ঠাতাকে। নেটদুনিয়ার অধিকাংশের তোপ, ইনফোসিস কর্তা নিজে সকলকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার নিদান দিচ্ছেন। তার অর্থ, কর্মীরা কঠোর পরিশ্রম করবে যেন নারায়ণমূর্তির নাতি প্রচুর অর্থ নিয়ে ফুর্তি করতে পারে। তবে ইনফোসিস প্রতিষ্ঠাতার পাশেও দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের কথায়, সকলে যদি ৭০ ঘণ্টা করে কাজ করেন তাহলে তাঁদের আগামী প্রজন্মও এইভাবে প্রচুর সম্পদের মালিক হবে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে ওঠার পর এবার সামনে এল নয়া তথ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.