Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

অপারেশন সিঁদুর থেকে শুভাংশুর ব্যোমযাত্রা, বাদল অধিবেশনের আগে শক্তিশালী ভারতের ছবি আঁকলেন মোদি

অধিবেশনকে বিজয়োৎসব হিসাবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Narendra Modi address before beginning of parliament monsoon session
Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2025 10:58 am
  • Updated:July 21, 2025 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনকে বিজয়োৎসব হিসাবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরে ১০০ শতাংশ সাফল্য এসেছে। ভারতীয় সেনার শক্তি দেখেছে গোটা বিশ্ব। পাশাপাশি মহাকাশচারী শুভাংশু শুক্লার সাফল্য নিয়েও মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। 

Advertisement

অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চেয়েছিল বিরোধীরা। সেই দাবি কেন্দ্র মানেনি। তবে বাদল অধিবেশনের শুরুতে বিরোধীদের অস্ত্রেই বিরোধীদের মাত দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “বাদল অধিবেশন আমাদের কাছে বিজয়োৎসবের মতো। এই প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে, সেটা প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের বিষয়। তাই প্রত্যেক সাংসদ একসুরে এই কীর্তির প্রশংসা করবেন।”

শুভাংশুর পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে মোদি বলেন, “গোটা দুনিয়া ভারতীয় সেনার শক্তি দেখেছে। মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিনেতাদের বাড়ি একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ১০০ শতাংশ নিশানায় সফলভাবে আঘাত হানা হয়েছে। মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তি দেখে মুগ্ধ গোটা বিশ্ব। ভারতে তৈরি যুদ্ধাস্ত্রের দিকে গোটা বিশ্বের ঝোঁক বাড়ছে।” এছাড়াও মাওদমন, মুদ্রাস্ফীতি কমাতে কেন্দ্রের সক্রিয় ভূমিকার কথাও উঠে আসে মোদির ভাষণে।

চলতি বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর এবং পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে আক্রমণের পরিকল্পনা ছিল বিরোধীদের। অধিবেশনের প্রথম দিনেই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চেয়ে নোটিস দিয়েছে কংগ্রেস। কিন্তু অপারেশন সিঁদুরের সময়ে যেভাবে কেন্দ্রের পাশে ছিল বিরোধীরা, সেই বিষয়টিকেই তুলে ধরে অধিবেশনের আগে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, অধিবেশন শুরুর আগেই মোদির এই মন্তব্যে খানিকটা ভোঁতা হবে বিরোধীদের অস্ত্র।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement