Advertisement
Advertisement
Narendra Modi

মণিপুর হিংসায় ঘরহারাদের সঙ্গে সাক্ষাৎ মোদির, চুড়াচাঁদপুরে প্রধানমন্ত্রীর আশ্বাস, ‘আমরা সঙ্গে আছি’

প্রায় আড়াই বছর বাদে মণিপুরে এসে মোদি সরাসরি পৌঁছে গেলেন চুরাচাঁদপুরে।

Narendra Modi meet violence victims at churachandpur
Published by: Anustup Roy Barman
  • Posted:September 13, 2025 4:00 pm
  • Updated:September 13, 2025 4:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তক্ষয়ী হিংসায় দু’বছর ধরে জ্বলছে মণিপুর। মৃত্যু হয়েছে বহু মানুষের। ঘর ছাড়া আরও বেশি। কিন্তু এই দুই বছরে একবারও মণিপুরে আসেননি প্রধানমন্ত্রী। পাশাপাশি, এই বিষয়ে খুবই কম শব্দ খরচ করেননি তিনি। গোষ্ঠী সংঘাতের পর এই প্রথম রাজ্যে এসে চুড়াচাঁদপুরে ঘরহারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। আশ্বাস দিলেন, কেন্দ্র সরকার পাশে আছে।

Advertisement

Narendra Modi meet violence victims at churachandpur

দু’বছর মণিপুরে না যাওয়ায় বিরোধীদের কোপের মুখে পড়েন তিনি। সেই দাগ মুছতে উপহারের ডালি সাজিয়ে মণিপুরে পা রেখেছেন প্রধানমন্ত্রী! শুরুতেই তিনি দেখা করেন দু’বছরের হিংসায় ঘরছাড়াদের সঙ্গে। চুড়াচাঁদপুর ছিল হিংসার ঘটনার কেন্দ্রস্থল। এখানে মৃত্যু হয় ২৬০ জনের। ভারী বৃষ্টিপাতের কারণে ইম্ফল বিমানবন্দর থেকে সড়কপথে ৬৫ কিলোমিটার ভ্রমণ করেন প্রধানমন্ত্রী। চুড়াচাঁদপুরে পৌঁছে মণিপুরকে “সাহস ও দৃঢ়তার ভূমি” বলে প্রশংসা করেন তিনি। তিনি চুড়াচাঁদপুরের ত্রাণ শিবিরে বয়স্ক এবং শিশুদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। ত্রাণ শিবিরে শিশুরা হাতে আঁকা ছবি , ফুলের তোড়া এবং পালকের টুপি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেয়। এই সফরে মোদির সঙ্গে ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লা। 

শনিবার চূড়াচাঁদপুরের জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ‘উন্নয়নের জন্য শান্তি জরুরি।’ উত্তর-পূর্বের রাজ্যে উন্নয়নের মেশিন চালিয়ে যেতে সংঘাত থামানোর আর্জি জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে শান্তি ফেরাতে আলোচনা চালিয়ে যাচ্ছে। চূড়াচাঁদপুরের সভায় মোদি বলেন, “আশা ও বিশ্বাসের নয়া সকাল শুরু হয়েছে মণিপুরে। তবে উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন। গত ১১ বছরে একাধিক সংঘাত হয়েছে এখানে। তবে মানুষ শান্তির পথই বেছেছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ