সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক দেশের রাষ্ট্রনায়ক। ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মনমোহন সিং-সহ একাধিক বিরোধী নেতা। লাইভ আপডেটের জন্য নজর রাখুন।
live from Delhi: Narendra Modi takes oath as the Prime Minister of India for a second term.
— ANI (@ANI)
রাত ৯ টা ১৫ মিনিট: মোদি মন্ত্রিসভায় নতুন মুখ ১৯ জন। মন্ত্রী হলেন না অরুণ জেটলি, সুষমা স্বরাজ, আলুওয়ালিয়া।
রাত ৯টা ৫ মিনিট: মোদি মন্ত্রিসভার মোট ৫৮ জন মন্ত্রী শপথ নিলেন। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন, প্রতিমন্ত্রী হলেন ২৪ জন। ৯জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
রাত ৯টা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি।
রাত ৮ টা ৫৫ মিনিট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রতাপ চন্দ্র সারেঙ্গি, রামেশ্বর তেলি, সোম প্রকাশ, সঞ্জীপ বালিয়ান।
রাত ৮টা ৫০ মিনিট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভি মুরলীধরণ,রেণুকা সিং সরুতার।
রাত ৮টা ৪৫ মিনিট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন সুরেশ চন্দ্র অঙ্গদী, নিত্যানন্দ রাই, রতন লাল কাটারিয়া।
রাত ৮টা ৩৫ মিনিট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়, অনুরাগ ঠাকুর।
Babul Supriyo, Sanjeev Balyan and Anurag Singh Thakur take oath as Ministers.
— ANI (@ANI)
রাত ৮টা ২৫ মিনিট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুরুষোত্তম রূপালার, কৃষাণপাল গুজ্জর, রামদাস আথাওয়ালে।
রাত ৮টা ২০ মিনিট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিষাণ পাল এবং পাওসাহেব দানবে।
রাত ৮ টা ১৫ মিনিট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজকুমার সিং, অর্জুন রাম মেঘওয়াল, ভি কে সিং।
রাত ৮টা ১০ মিনিট: মোদি মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হরদীপ সিং পুরি,মনসুখ মাণ্ডব্য, ফগন সিং, অর্জুন সিং পুলস্ত।
রাত ৮টা ৫ মিনিট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রহ্লাদ সিং প্যাটেল, শ্রীপদ যশো নায়ক, রাজকুমার সিং।
রাত ৮টা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জিতেন্দ্র সিং, কিরেণ রিজিজু।
সন্ধে ৭টা ৫৫ মিনিট: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী পদে শপথ নিলেন সন্তোষ কুমার গাঙ্গোয়ার, ইন্দ্রজিত সিং।
সন্ধে ৭টা ৫০ মিনিট: মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন অরবিন্দ সওয়ান্ত এবং গিরিরাজ সিং। কানহাইয়া কুমারকে বেগুসরাই থেকে হারান গিরিরাজ, গজেন্দ্র সিং শেখাওয়াত।
সন্ধে ৭টা ৪৫ মিনিট: শপথ নিলেন ডঃ হর্ষবর্ধন এবং মহেন্দ্র নাথ পাণ্ডে। তাদের শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি।শপথ নিলেন মুখতার আব্বাস নকভি, প্রহ্লাদ যোশী, ধর্মেন্দ্র প্রধান।
সন্ধে ৭টা ৪০ মিনিট: মন্ত্রী হিসেবে শপথ নিলেন স্মৃতি ইরানি, প্রকাশ জাভড়েকর।
সন্ধে ৭টা ৩৫ মিনিট: মন্ত্রীপদে শপথ নিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুম মুন্ডা এবং রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
সন্ধে ৭টা ৩০ মিনিট: মন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রাক্তন বিদেশ সচিব সুব্রহ্মণ্যম জয়শংকর। শপথ নিলেন ধাওয়ার চন্দ গেহলতও।
সন্ধে ৭টা ২৫ মিনিট: ফের মন্ত্রী পদে শপথ নিলেন হরসিমরত কউর এবং রবিশংকর প্রসাদ।
সন্ধে ৭টা ২০ মিনিট: মন্ত্রী হিসেবে শপথ নিলেন এলজেপি নেতা রাম বিলাস পাসোয়ান এবং নরেন্দ্র সিং তোমর।
সন্ধে ৭টা ১৫ মিনিট: মন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীন গড়করি ও সদান্দ গৌড়া। শপথ নিলেন নির্মলা সীতারমণও।
সন্ধে ৭টা ১০ মিনিট: মন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। মন্ত্রী হিসেবে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
সন্ধে ৭টা ৭ মিনিট: মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিদায়ী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁকেও শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি।
সন্ধে ৭টা ৪ মিনিট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। সংবিধানের প্রতি আস্থা এবং সত্যনিষ্ঠার শপথ নিলেন মোদি।
live from Delhi: Narendra Modi takes oath as the Prime Minister of India for a second term.
— ANI (@ANI)
সন্ধে ৭টা: দরবার হল থেকে শপথগ্রহণ মঞ্চে এলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন তিনি।
সন্ধে ৬টা ৫৮মিনিট: রাষ্ট্রপতি ভবনে পৌঁছালেন নরেন্দ্র মোদি। আর কয়েক মিনিটের মধ্যেই শুরু শপথগ্রহণ।
Delhi: Narendra Modi arrives at Rashtrapati Bhawan
— ANI (@ANI)
সন্ধে ৬ টা ৫৫ মিনিট: রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সন্ধে ৬টা ৫০ মিনিট: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় প্রফাইল পিকচার বদলালেন নরেন্দ্র মোদি।
সন্ধে ৬ টা ৪০ মিনিট: কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। মঞ্চে এনডিএ শিবিরের প্রথম সারির নেতারা।
live from Delhi: Narendra Modi takes oath as the Prime Minister of India for a second term.
— ANI (@ANI)
সন্ধে ৬.২০ টা: রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হলেন এরাজ্যের রাজনৈতিক হিংসায় বলি ৫৪ জনের পরিবার।
সন্ধে ৬ টা: শপথ অনুষ্ঠানে শামিল হতে উপস্থিত বিজেপি সভাপতি অমিত শাহ-সহ এনডিএ শিবিরের নামজাদা নেতারা। উপস্থিত লালকৃষ্ণ আডবাণীও। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত।
Former Prime Minister Dr.Manmohan Singh and senior BJP leader LK Advani arrive at Rashtrapati Bhawan.
— ANI (@ANI)
বিকেল ৫ টা ৫০ মিনিট: প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হাজির অভিনেতা রজনীকান্ত, ও তাঁর পরিবার।
Actor Rajinikanth and his wife Latha arrive at Rashtrapati Bhavan ahead of Prime Minister Narendra Modi’s swearing-in ceremony.
— ANI (@ANI)
বিকেল ৫ টা ৪০ মিনিট: মোদি মন্ত্রিসভায় থাকছেন না জেডিইউ এর কোনও প্রতিনিধি। জোটসঙ্গীদের ছাড়াই মন্ত্রিসভা গড়ছেন প্রধানমন্ত্রী। তবে, শপথে শামিল নীতীশ কুমার।
বিকেল ৫টা ৩০মিনিট: বিজেপি সূত্রের খবর মোদি মন্ত্রিসভায় শামিল হতে পারেন ৪৪ জন সাংসদ।
বিকেল ৫টা ২০ মিনিট: স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন রাজনাথ সিংই। প্রতিরক্ষা মন্ত্রকে ফের নির্মলা সীতারমণ, খবর বিজেপি সূত্রের।
বিকেল ৫টা ১০ মিনিট: ৭ নং লোককল্যাণ মার্গে উপস্থিত প্রাক্তন বিদেশ সচিব এস জয়শংকর। তাঁরও মন্ত্রী হওয়া নিয়ে জল্পনা।
Delhi: Former Foreign Secretary S. Jaishankar (File pic) also arrives at 7 Lok Kalyan Marg (PM Modi’s residence).
— ANI (@ANI)
বিকেল ৫ টা: প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মোদির সঙ্গে দেখা করার পরই ইস্তফা দিতে পারেন তিনি।
বিকেল ৪টে ৫০ মিনিট: শীঘ্রই বিজেপি সভাপতি পদে ইস্তফা দিতে চলেছেন অমিত শাহ, খবর বিজেপি সূত্রে।
বিকেল ৪টে ৪০মিনিট: মোদি মন্ত্রিসভায় অমিত শাহ’র প্রবেশ কার্যত নিশ্চিত। সম্ভবত অর্থমন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন তিনি। তাঁর পরিবর্তে বিজেপির সভাপতি হতে পারেন জে পি নাড্ডা। লড়াইয়ে আছেন ভূপেন্দ্র যাদবও। গুজরাটের বিজেপি নেতা জিতু বাগানি এ খবর নিশ্চিত করেছেন টুইটারে।
Jitu Vaghani, Gujarat BJP President tweets: Met Amit Shah ji and congratulated him for becoming a part of PM Narendra Modi’s Cabinet.
— ANI (@ANI)
বিকেল ৪টে ৩৫ মিনিট: রাষ্ট্রপতি ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তরে একে একে হাজির হচ্ছেন সম্ভাব্য মন্ত্রীরা।
Delhi: Visuals of the area near Rashtrapati Bhavan decorated by Horticulture Department of the New Delhi Municipal Council (NDMC).
— ANI (@ANI)
বিকেল ৪টে ২৫ মিনিট: এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়িতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুই নেতারই শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কথা।
বিকেল ৪টে ২০ মিনিট: মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না ওয়াই এস জগনমোহন রেড্ডি। ডিএমকে নেতা স্ট্যালিন আমন্ত্রণ পাননি বলে অভিযোগ। ক্ষোভপ্রকাশ ডিএমকে সাংসদদের।
বিকেল ৪টে ১৫ মিনিট: মন্ত্রি হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন সুষমা স্বরাজও। এখনও পর্যন্ত চল্লিশেরও বেশি সাংসদকে ফোন করা হয়েছে।
বিকেল ৪টে ১০ মিনিট: মন্ত্রিদের তালিকায় রয়েছেন, সাধ্বী নিরাঞ্জনা জ্যোতি, প্রহ্লাদ জোশী, সদানন্দ গৌড়া, রাও ইন্দ্রজিত সিং, মনসুখ মাণ্ডব্য, অর্জুন রাম মেঘওয়াল, রমেশ পোখরিয়াল, জি কিষণ রেড্ডি, কিষণ পাল গুজ্জর।
বিকেল ৪ টে: বিদায়ী মন্ত্রীদের মধ্যে নীতীন গড়করি, রাজনাথ সিং, নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, রবিশংকর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, মুখতার আব্বাস নাকভি, কিরেণ রিজিজু, জিতেন্দ্র সিংয়ের মন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত। এমনটাই খবর বিজেপি সূত্রে।
বিকেল ৩টে ৫০: বিকেল সাড়ে চারটেই নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ। খবর বিজেপি সূত্রে।
বিকেল ৩টে ৪০ মিনিট: মোদি মন্ত্রিসভায় অন্তত ৬ জন নতুন মন্ত্রী হিসেবে আজই শপথ নিতে পারেন। তালিকায় রয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরির নাম।
বিকেল ৩টে ৩০ মিনিট: কিরঘিজস্তানের প্রেসিডেন্ট সোরোনবে জিনবেকভ দিল্লিতে পৌঁছালেন। ইতিমধ্যেই মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনউথ, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মায়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, শ্রীলঙ্গার প্রেসিডেন্ট মৈথিরিপলা সিরিসেনা দিল্লি পৌঁছেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.