নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেটে গিয়েছে প্রায় সাড়ে তিন মাস। প্রাণপ্রতিষ্ঠার পরে প্রথমবার অযোধ্যার রামমন্দিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লোকসভা ভোট চলাকালীনই রামলালার দর্শন করেন প্রধানমন্ত্রী। সাষ্টাঙ্গে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। পদ্মফুল দিয়ে সাজানো পুজোর থালা নিয়ে রামলালার ভজনা করেন প্রধানমন্ত্রী।
| Prime Minister Narendra Modi offers prayers at the Ram Janmabhoomi Temple in Ayodhya, Uttar Pradesh.
AdvertisementThis is PM Modi’s first visit to Ayodhya after the Ram Lalla idol’s consecration on January 22, 2024.
— ANI (@ANI)
রবিবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। একটি জনসভাও করেন তিনি। তার পর সন্ধেবেলা পৌঁছে যান রামমন্দিরে (Ram Mandir)। গত ২২ জানুয়ারি এই রামমন্দিরের গর্ভগৃহে থেকেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী। যাবতীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে মন্দির উদ্বোধনও করেন তিনি।
উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ঢল নামে রামমন্দিরে। তারকা থেকে আমজনতা- রামলালার দর্শন পেতে হাজির হন সকলেই। তবে মোদি নিজে আর রামমন্দিরে পা রাখেননি। দেশজুড়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়েন তিনি। লোকসভা ভোটের (Lok Sabha 2024) আগে একাধিকবার দক্ষিণ ভারতে পাড়ি দিয়েছেন। একাধিকবার বাংলাতেও এসে আক্রমণ করেছেন বিরোধীদের।
এহেন পরিস্থিতিতে রবিবার আচমকাই রামমন্দিরে হাজির হন প্রধানমন্ত্রী। রামলালার বিগ্রহের সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। পদ্মফুলে সাজানো পুজোর থালা নিয়ে শুরু করেন রামলালার আরাধনা। সবশেষে দণ্ডবৎ প্রণাম করেন প্রধানমন্ত্রী। রামমন্দির থেকে বেরিয়ে অযোধ্যায় শুরু করেন রোড শো। সেখানে মোদির সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
| Prime Minister Narendra Modi conducts a roadshow in Ayodhya, Uttar Pradesh.
CM Yogi Adityanath is also present.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.