Advertisement
Advertisement
Kanpur

লাড্ডু খাইয়ে উত্তরপ্রদেশের আশ্রমেই গণধর্ষণ! জাতীয় স্তরের খেলোয়াড়ের অভিযোগে শোরগোল

চলতি বছরের জানুয়ারিতে এমন ঘটনা ঘটলেও, রবিবার পুলিশে অভিযোগ দায়ের হয়।

National Taekwondo player harrsed at Kanpur ashram
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 1, 2025 1:19 pm
  • Updated:June 1, 2025 1:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গর্ণধর্ষণের অভিযোগ যোগীরাজ্যে। এবার জাতীয় স্তরের এক তাইকোয়ান্ডো খেলোয়াড়কে উত্তরপ্রদেশের কানপুরের একটি আশ্রমে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। লাড্ডুর সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে জাতীয়স্তরের ওই খেলোয়ার অভিযোগ করেছেন।

Advertisement

জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এই ঘটনা ঘটে। তবে রবিবার পুলিশের কাছে অভিযোগ জানান নির্যাতিতা। অভিযোগ করতে এত দেরি কেন? প্রশ্ন করতেই নির্যাতিতা জানান, ভয়ে এতদিন তিনি পুলিশে অভিযোগ দায়ের করতে পারেননি। কেননা অভিযুক্তদের সঙ্গে রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। 

ওই নির্যাতিতা জানিয়েছেন, একটি কাপড়ের দোকান করবেন বলে তিনি জায়গা খুঁজছিলেন। এমন সময় গোবিন্দ মাহাতো নামে একজনের সঙ্গে তাঁর আলাপ হয়। গোবিন্দ তাঁকে এই কাজে সহায়তা করতে পারবে বলে জানায়। এরপরই একটি আশ্রমে নিয়ে যায়। নির্যাতিতা আরও জানিয়েছেন, আশ্রমে যাওয়ার পর তাঁকে একটি লাড্ডু দেওয়া হয়। সেটা খাওয়ার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। এরপরই আশ্রমের প্রধান পুরোহিত, গোবিন্দ এবং আরও কয়েকজন মিলে তাঁকে ধর্ষণ করে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হতেই বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ জানান ওই মহিলা খেলোয়ার।

অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার মহেশ কুমার বলেন, “প্রথমে ডেপুটি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান ওই মহিলা। এরপরই এই কেসটির তদন্তভার আমাকে দেওয়া হয়। একটি ভিডিও হাতে এসেছে। যেখানে এই ঘটনা ঘটেছিল আশ্রমের সেই ঘরটি পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ