সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী সময়ে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাই কোর্টে গিয়েছে বিজেপি। এবার সেই একই অভিযোগ তুলল জাতীয় মহিলা কমিশন। মহিলাদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে ফের সন্দেশখালিতে আসতে চান কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। অনুমতি চেয়ে তারা নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছে।
কমিশনকে দেওয়া চিঠিতে রেখা শর্মা দাবি করেছেন, সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে সন্দেশখালি-সহ বাংলার বিভিন্ন অংশ থেকে ভোট পরবর্তী হিংসা এবং মহিলাদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ। যা নিয়ে উদ্বিগ্ন কমিশন। এই পরিস্থিতিতে সন্দেশখালি-সহ অন্যান্য় এলাকা পরিদর্শনে যেতে চায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে প্রতিনিধি দল। উল্লেখ্য, এর আগেও সন্দেশখালিতে এসেছিল তারা।
চলতি মাসের শুরুতেও সন্দেশখালি নিয়ে কমিশনে চিঠি দিয়েছিলেন রেখা শর্মা। তাঁর অভিযোগ ছিল, সন্দেশখালির নির্যাতিতাদের উপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। পালটা তাঁর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। ভোট মিটতেই ফের একবার সন্দেশখালি নিয়ে সরব রেখা শর্মা। প্রসঙ্গত, ভোটের আগের রাত থেকেই ওই এলাকায় মহিলাদের রোষের মুখে পড়ে পুলিশ। বার বার খণ্ডযুদ্ধ বেঁধেছে। মহিলাদেরকে হেনস্তার অভিযোগ উঠেছে। এবার তা নিয়ে সরব হলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.