Advertisement
Advertisement
PM Modi

মোদিকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ ‘সংঘ ঘনিষ্ঠ’ রাধাকৃষ্ণণের

অধিকাংশ কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন পেশে শক্তিপ্রদর্শন শাসক জোটের।

NDA's Vice President Candidate CP Radhakrishnan Files Nomination Accompanied with PM Modi
Published by: Kishore Ghosh
  • Posted:August 20, 2025 12:31 pm
  • Updated:August 20, 2025 12:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বুধবার উপরাষ্ট্রপতি পদের মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ। শুধু মোদিই নন, মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিজেপি সভাপতি জেপ নাড্ডা। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। তার আগে এদিন ‘সংঘ ঘনিষ্ঠ’ রাধাকৃষ্ণণের মনোনয়ন পেশে কার্যত শক্তি প্রদর্শন করে বিরোধীপক্ষকে বার্তা দিল শাসক জোট।

Advertisement

মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণণের সঙ্গে এদিন মোদি-শাহ-নাড্ডা ছাড়াও ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। সূত্রের খবর, মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চার সেট নথি জমা দেওয়া হয়েছে। প্রথম সেট নথিতে প্রধান প্রস্তাবক প্রধানমন্ত্রী মোদি। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে সংসদ ভবনের প্রেরণাস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে মাথা নত করেন রাধাকৃষ্ণণ। এরপর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করেন।

জগদীপ ধনকড়ের উত্তরসূরি খুঁজতে আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনের দায়িত্ব এনডিএ-র তরফে দেওয়া হয়েছে রাজনাথ সিংকে। প্রার্থী হিসেবে রবিবারই মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে এনডিএ শিবির। প্রার্থী ঘোষণার পরই সমর্থন আদায়ের লক্ষ্যে জোরকদমে নেমে পড়ে গেরুয়া শিবির। ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয়, সেই আবেদন আগেই জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণণকে জেতাতে ইন্ডিয়া জোটের সমর্থন আদায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী মোদি নিজেও বিরোধীদের কাছে সেই আবেদন জানিয়েছিলেন। যাতে এনডিএ-র প্রার্থীকেই বিরোধীরা সমর্থন জানান।

কিন্তু সেই অনুরোধ না রেখে সম্মুখসমরে নামল ইন্ডিয়া জোট। তাঁরা সর্বসম্মতিক্রমে অন্ধ্রের বাসিন্দা, প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তবে এই প্রার্থীকে ঘিরে চন্দ্রবাবু নায়ডুদের খানিকটা অস্বস্তিতে পড়তে হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে টিডিপি। আবার বিরোধীদের প্রার্থী তাদের নিজেদের রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ফলে তাঁকে সমর্থন প্রত্যাশিত। সবমিলিয়ে নিজেদের অবস্থান নিয়ে ধন্দে চন্দ্রবাবু নায়ডুরা। তবে দুই দক্ষিণীর লড়াইয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন যে জমাটি হবে, তাতে সন্দেহ নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ