Advertisement
Advertisement
NEET PG

দুই শিফটে নয়, এক শিফটেই নিট-পিজি! দিনক্ষণ ঠিক করে দিল সুপ্রিম কোর্ট

পূর্ব ঘোষণামতো এর আগে ১৫ জুন দুই দফায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

NEET PG 2025 in single shift on August 3 after Supreme Court clears request
Published by: Subhajit Mandal
  • Posted:June 7, 2025 2:49 pm
  • Updated:June 7, 2025 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই তিরস্কার করেছিল সুপ্রিম কোর্ট। দুই দফায় স্নাতকোত্তরে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট পিজি নেওয়ার যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছিল দেশের শীর্ষ আদালত। এবার-সেই নির্দেশের পর প্রত্যাশা মতোই পিছিয়ে গেল স্নাতকোত্তর স্তরে মেডিক্যালের ভর্তির পরীক্ষা।

সুপ্রিম কোর্ট শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনকে বলে, ৩ আগস্ট এক শিফটে এই পরীক্ষা পরিচালনা করতে পারে তারা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ প্রাথমিকভাবে এনবিই-কে প্রশ্ন করেছিলেন, কেন এই পরীক্ষা করাতে দুই মাসের বেশি সময় চাইছে তারা। শেষ পর্যন্ত দুই তরফের সওয়ালের পর ৩ আগস্ট এই পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হল এনবিই-কে। শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে, নিট পিজি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য কোনও মতেই আর বাড়তি সময় দেওয়া হবে না এনবিই-কে।

পূর্ব ঘোষণামতো এর আগে ১৫ জুন দুই দফায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তাতে দুই সেট প্রশ্নে ভারসাম্য থাকতে পারে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। স্বচ্ছতার স্বার্থেই সিঙ্গল-শিফটে এই পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই আবহে ১৫ জুনের পরীক্ষা স্থগিত হয়। এদিকে এক শিফটে পরীক্ষা করতে দুই মাসের বেশি সময় চেয়েছিল এনবিই। যুক্তি ছিল যে শীর্ষ আদালতের ৩০ মে-র আদেশ অনুসারে পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত করতে হলে প্রায় এক হাজার পরীক্ষাকেন্দ্রের প্রয়োজন। প্রতি বছর মেডিক্যালের বিভিন্ন বিষয়ে এমডি/এমএস/পিজি ডিপ্লোমা/ডিএনবি-র জন্য নিট পিজি-র আয়োজন করা হয়। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি-র মাধ্যমেই নেওয়া হয় নিট পিজি। এই পরিস্থিতিতে এনবিইর আবেদনে বলা হয়, ব্যবস্থাপনা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে, ততদিন পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

এই সব চাপানউতোরের মাঝেই শুক্রবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এনবিই-কে জানিয়ে দেওয়া হল, ৩ আগস্ট নিট পিজি আয়োজন করতে হবে। অর্থাৎ, পূর্বঘোষিত দিন থেকে প্রায় ১ মাস ১৮ দিন পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। সুপ্রিম নির্দেশ মেনে পরীক্ষার নতুন বিশদ এবং অ্যাডমিট কার্ড বিতরণের ঘোষণা করা হবে শীঘ্রই। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে natboard.edu.innbe.edu.in ওয়েবসাইটে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement