Advertisement
Advertisement

Breaking News

Mohan Bhagwat

৭৫-এ অবসর নেবেন মোদি! বিতর্কের মধ্যেই মুখ খুললেন মোহন ভাগবত

গত জুলাইয়েই আরএসএস প্রধান বলেছিলেন, ‘৭৫ বছর বয়স হলে থামতে হয়।’

'Never said someone should retire', RSS Chief Mohan Bhagwat says
Published by: Biswadip Dey
  • Posted:August 28, 2025 10:12 pm
  • Updated:August 28, 2025 10:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবসর নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ভগবতের মন্তব্যে টিপ্পনী কাটেন বিরোধী নেতারা। এবার সেই বিতর্কে মুখ খুললেন প্রবীণ নেতা। জানিয়ে দিলেন, ৭৫ বছরে তাঁর অবসরের ভাবনা নেই। এবং তিনি তাঁর বা অন্য কারও অবসর নিয়ে ইঙ্গিত করেননি।

Advertisement

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন মোহন ভাগবত। তাঁকে বলতে শোনা যায়, ”আমি কখনওই বলিনি আমি অবসর নেব, কিংবা অন্য কেউ ৭৫-এ পড়লেই সরে দাঁড়াবে। আমরা সেটাই করব যেটা সংঘ বলবে। সংঘে আমরা স্বয়ংসেবক। যে কাজ আমাদের দেওয়া হবে, চাই বা না চাই সেটা করে যেতে হবে।” কারও নাম না করলে স্পষ্ট, মোদির অবসরের প্রসঙ্গেই তিনি একথা বলেন। পাশাপাশি নিজের বিষয়েও পরিষ্কার করে দেন, সংঘ চাইলে ৮০ বছরেও তিনি আরএসএসের প্রধানের দায়িত্ব সামলাবেন।

গত জুলাইয়ে একদম অন্য সুরে কথা বলেছিলেন মোহন ভাগবত। নাগপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।”

মহারাষ্ট্রের উদ্ধব-সেনা নেতা সঞ্জয় রাউত এই মন্তব্যকে হাতিয়ার করেই মোদীর অবসর নিয়ে বিতর্কের ধুনো জ্বেলেছিলেন। ‘স্পষ্টবক্তা’ হিসেবে খ্যাত রাউত বলেছিলেন, নাগপুরে মোদি-ভাগবত একান্ত আলোচনায় প্রধানমন্ত্রীকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সংঘচালক। এই বিতর্কের পর ভাগবতের এদিনের মন্তব্য যে ‘ড্যামেজ কন্ট্রোল’, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এবারের সেপ্টেম্বরেই ৭৫ পূর্ণ করবেন প্রধানমন্ত্রী।

এদিকে এদিনের অনুষ্ঠানে জনবিন্যাসের পরিবর্তন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভাগবত বলেন, বিশেষজ্ঞরা বলেন যে তিন সন্তানের কম জন্মহার রয়েছে এমন সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। সেজন্য, তিন সন্তানের বেশি জন্মহার থাকা উচিত। তাঁর এহেন মন্তব্যে নিয়েও জল্পনা শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ