সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এ আকাশ ক্ষেপণাস্ত্রর শক্তি ভালোই টের পেয়েছিল পাকিস্তান। এবার আরও শক্তিশালী হয়ে উঠল মিসাইলটি। তার নতুন অবতারের নাম আকাশ প্রাইম। লাদাখে তার সফল পরীক্ষা করেছে সেনা। টেস্ট রানে দু’টি ‘টার্গেট’ ধ্বংস করে নিজেকে প্রমাণ করেছে আকাশ প্রাইম।
আকাশ মার্ক ১ ও আকাশ মার্ক-১এস-এর নয়া ভ্যারিয়্যান্ট আকাশ প্রাইম। উল্লেখ্য, ক্ষমতায় এসেই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে ‘আত্মনির্ভর’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই দিশায় বড়সড় পদক্ষেপ করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম চমকে দিয়েছে গত মে মাসে। এবার তার নতুন অবতার ভূপৃষ্ঠ থেকে অত উঁচুতে নিখুঁত ভাবে ‘টার্গেট’কে নিমেষে গুঁড়িয়ে দিল। সাড়ে চার হাজার মিটারেরও বেশি উচ্চতায় লক্ষ্যভেদে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
Raksha Mantri Shri complimented the Indian Army, DRDO, and industry on this remarkable achievement. He described the success as a significant boost to India’s Air Defence capabilities, particularly for meeting high-altitude operational requirements.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia)
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘১৬ জুলাই লাদাখ সেক্টরে উচ্চ উচ্চতায় আকাশ প্রাইম দু’টি এরিয়াল হাই স্পিড মনুষ্যবিহীন লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করায় ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এটি ভারতীয় সেনাবাহিনীর আকাশের নতুন রূপ।’
অপারেশন সিঁদুর চলাকালীন শত্রু পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছিল ভারতীয় ক্ষেপণাস্ত্র আকাশ। মাঝ আকাশেই ধুলিসাৎ করেছিল পাকিস্তানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র-বিমান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও শত্রু বিমান ধ্বংসে এর জুড়ি মেলা ভার। স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্র মাটি থেকে আকাশে যে কোনও লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হেনে তাকে ধরাশায়ী করে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ৭৫০ কেজি। ট্রাকে লোড করে সহজে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.