Advertisement
Advertisement
Anil Ambani

২৯২৯ কোটি টাকার জালিয়াতি! ‘প্রতারক’ অনিল আম্বানির বিরুদ্ধে নয়া মামলা ইডির

এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে।

New case filed against Anil Ambani linked to alleged Rs 2,929 crore fraud
Published by: Subhajit Mandal
  • Posted:September 10, 2025 8:23 pm
  • Updated:September 10, 2025 8:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে রিলায়েন্স কমিউনিকেশনসের প্রাক্তন কর্ণধার অনিল আম্বানি! এবার তাঁর এবং আর কমের বিরুদ্ধে নতুন করে মামলা করল ইডি। ২৯২৯ কোটি টাকার প্রতারণার অভিযোগে সম্প্রতি আম্বানি এবং আর কমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। এবার ইডিও ওই জালিয়াতির তদন্ত শুরু করল।

Advertisement

স্টেট ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছে আর কম এবং আম্বানি। সেই ঋণের বেশিরভাগটাই পরিশোধ করা হয়নি। এই অর্থ ‘জটিল’ পথে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, তারা রিলায়েন্স কর্ণধারের কাছে ৭২৪.৭৮ কোটি টাকা পায়। স্টেট ব্যাঙ্ক আগেই অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিয়েছে। একই ভাবে আর কমের প্রাক্তন কর্ণধারকে ‘প্রতারক’ তকমা দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদাও। সব মিলিয়ে একাধিক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনেছে আর কম কর্তার বিরুদ্ধে। তবে তাঁর বিরুদ্ধে ইডি নতুন করে মামলা করল এসবিআইয়ের করা অভিযোগের ভিত্তিতে।

অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কমের প্রাক্তন কর্ণধার। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের। এবার ইডির নয়া মামলায় তাঁর উপর চাপ আরও বাড়ল।

এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এর আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ