Advertisement
Advertisement
Great Indian Bustard

বিলুপ্তপ্রায় পাখির নামও ‘সিঁদুর’, সঙ্গে ‘ব্যোম’ ও ‘সোফিয়া’, সদ্য়োজাত গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের নামকরণ বনদপ্তরের

চলতি মাসের ৫ তারিখ ওই পাঁচ ছানার নামকরণ করা হয়।

New Hatched Great Indian Bustard Chicks in Jaisalmer Get Names
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 8, 2025 6:57 pm
  • Updated:June 8, 2025 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর বর্তমানে দেশবাসীর কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অপারেশনের মাধ্যেমেই পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরে থাকা ন’টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেনার সেই পরাক্রমকে সম্মান জানিয়ে রাজস্থানের একটি পার্কে জন্ম নেওয়া বিলুপ্তপ্রায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের আটটি ছানার নামকরণ করেছে বনদপ্তর। চলতি মাসের ৫ তারিখ ওই পাঁচ ছানার নামকরণ করা হয়। এই  নামকরণেই রয়েছে বিশেষত্ব।

জানা গিয়েছে, মে মাসে জন্ম নেয় আটটি ছানা। আর ওই মাসেই সন্ত্রাসবাদের ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযোন চালায় ভারতীয় সেনা। বনদপ্তরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ৮টি ছানার মধ্যে চারটির নাম রাখা হয়েছে ‘সিঁদুর’। অপারেশন সিঁদুর অভিযানের পর সাংবাদিক সম্মেলন করে দেশবাসীর কাছে বিষয়টি সামনে এনেছিলেন দেশের দুই বীরাঙ্গনা। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিং। তাঁদের দু’জনকে সম্মান জানিয়ে দু’টি পক্ষীশাবকের নাম রাখা হয়েছে ‘সোফিয়া’ এবং ‘ব্যোম’।

এদিকে এক আন্ডারকভার ইন্টেলিজেন্স অফিসারে সম্মান জানিয়ে একটি পক্ষীছানার নাম রাখা হয়েছে ‘মিসরি’। এবিষয়ে বিশদে আর কিছু জানানো হয়নি। অন্য আর একটি ছানার নাম রাকা হয়েছে ‘অ্যাটম’। ডেজার্ট ন্যাশনাল পার্কের ডিভিশনাল ফরেস্ট অফিসার ব্রিজমোহন গুপ্তা বলেন, ‘শত্রুর বিরুদ্ধে যাঁরা রুখে দাঁড়িয়েছিলেন তাঁদের সম্মান জানিয়েই এমন বিশেষ নামকরণ করা হয়েছে।’ এদিকে বর্তমানে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বিলুপ্তির পথে। তাদের সংরক্ষণের জন্য জয়সলমের শুরু হয়েছে বিশেষ প্রকল্প। সেখানে ৬৫টি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রয়েছে। তাদের মধ্যে একটি পাখি গত মে মাসে ৮টি ছানার জন্ম দেয়। সেই ৮টি পক্ষী ছানার বিশেষ নামকরণের বিষয়টি সামনে আনল বনদপ্তর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement