Advertisement
Advertisement

Breaking News

Income Tax

এবার আয়করের অছিলায় নজরে ইমেল, সোশাল মিডিয়াও! তুঙ্গে বিতর্ক

বিরোধী শিবিরের সাংসদরা সিলেক্ট কমিটিতে এই নিয়ে প্রশ্ন তুলবেন।

New Income tax bill proposes allowing officers access to your email and social media

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:March 6, 2025 9:54 am
  • Updated:March 6, 2025 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, বৃহস্পতিবার থেকে সিলেক্ট কমিটিতে নয়া প্রস্তাবিত আয়কর বিল নিয়ে দু’দিনের আলোচনা শুরু হতে চলেছে। তবে এর মধ্যেই কেন্দ্রের আনা এই বিল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বলা হচ্ছে, আয়কর দপ্তরের নির্দিষ্ট আধিকারিকরা সম্ভাব‌্য করদাতার ব‌্যক্তিগত তথ‌্য– ই-মেল আইডি, শেয়ার বাজারে লেনদেনের ডিম্যাট অ্যাকাউন্ট বা ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমের অ্যাকাউন্টে হানা দিতে পারবেন। নতুন আয়কর আইনে আয়কর দপ্তরের অফিসারদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ১৯৬১ সালের আয়কর আইন ঢেলে সাজাতে সংসদে নতুন আয়কর বিল পেশ করেছিল বাজেট অধিবেশনের প্রথম পর্বে। সেই বিল লোকসভার সিলেক্ট কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছে। বিরোধী শিবিরের সাংসদরা সিলেক্ট কমিটিতে এই নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন। ফলে সিলেক্ট কমিটির বৈঠক উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, নয়া আয়কর আইনে এই ক্ষমতা দেওয়া হলে তা ব্যক্তি পরিসরের অধিকারে হস্তক্ষেপ করা হবে। এটি নাগরিকের গোপনীয়তার অধিকার ভঙ্গ করবে। সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে ব্যক্তিগত পরিসরের অধিকারকে সংবিধানের মৌলিক অধিকারের সংজ্ঞা দেওয়া দিয়েছে। এটি তার পরিপন্থী হবে।

আয়কর দপ্তর বর্তমান আইনে আয়কর ফাঁকির তদন্তে কারও বাড়ির দরজার তালা ভেঙে হানা দিতে পারেন, কোনও বাক্স বা সিন্দুকের তালা ভাঙতে পারেন, যদি আয়কর অফিসারদের সন্দেহ হয় যে, সেখানে হিসাব বহির্ভূত অর্থ, টাকা, গয়না, সোনা বা অন্য কোনও দামি সম্পদ বা হিসাবের খাতা লুকানো রয়েছে এবং যে হিসাব বহির্ভূত আয় বা সম্পদে আয়কর ফাঁকি দেওয়া হয়েছে। বর্তমান আইনে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। তবে নতুন আয়কর বিলের ২৪৭ ধারার খসড়ায় আয়কর দপ্তরকে এই একই ক্ষমতা কারও ই-মেল, সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইনে লগ্নির অ্যাকাউন্ট, লেনদেনের অ্যাকাউন্ট এবং অন্যান্য ক্ষেত্রে পাসওয়ার্ড ভেঙে ঢুকে পড়ার ক্ষমতা দেওয়া হচ্ছে।

সেখানে বলা হয়েছে, কর ফাঁকির সন্দেহ হলে আয়কর অফিসাররা কারও ‘ভার্চুয়াল ডিজিটাল স্পেস’-এ ঢুকে পড়তে পারে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পন্ডার নেতৃত্বে লোকসভার সিলেক্ট কমিটি ইতিমধ্যেই আয়কর বিল নিয়ে একবার বৈঠক করেছে। সেখানে মূলত অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তরের বক্তব্য শোনা হয়েছিল। বৃহস্পতিবারের বৈঠকে বণিকসভা সিআইআই ও ফিকি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হিসাব নিরীক্ষণ সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর বক্তব্য শোনা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement