Advertisement
Advertisement
PMO New Address

স্বাধীনতার ৭৮ বছরে প্রথমবার নতুন ঠিকানায় PMO, মোদির নতুন অফিস কোথায়?

PMO-র নতুন ঠিকানা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে।

New PMO after 78 years to shift from South Block to Central Vista
Published by: Kishore Ghosh
  • Posted:August 17, 2025 7:21 pm
  • Updated:August 17, 2025 8:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৮ বছরে প্রথমবার সাউথ ব্লক থেকে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর। সেন্ট্রাল ভিস্তার এক্সিকিউটিভ এনক্লেভের নতুন ঠিকানায় যাচ্ছে পিএমও। সব ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে ঐতিহাসিক এই স্থানান্তর প্রক্রিয়া। উল্লেখ্য, পিএমও-র নতুন ঠিকানা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে।

Advertisement

সাউথ ব্লক ও নর্থ ব্লককে মিউজিয়াম বা সংগ্রহশালায় (যুগ যুগিন ভারত সংগ্রহালয়) পরিণত করা হবে, ইতিমধ্যে ঘোষণা করেছে সরকার। এই প্রকল্প রূপায়নে জাতীয় জাদুঘর এবং ফ্রান্স জাদুঘর উন্নয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মিউজিয়ামে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। এছাড়াও জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষার এক ঝলক উপস্থাপন করা হবে।

সম্প্রতি নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লেখ করেন যে স্থান, প্রাকৃতিক আলো এবং বায়ুচলাচলের তীব্র ঘাটতি থাকা সত্ত্বেও দেশের শাসন ব্যবস্থা কয়েক দশক ধরে ঔপনিবেশিক যুগের ভবন থেকেই পরিচালিত হয়ে আসছিল। তিনি আরও মন্তব্য করেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বহু বছর ধরে এই ধরনের সীমাবদ্ধতার মধ্যে কাজ করে আসছে। সূত্রের খবর, নতুন প্রধানমন্ত্রীর দপ্তরের নাম পরিবর্তনও হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, “প্রধানমন্ত্রীর দপ্তর জনগণের দরবার হওয়া উচিত, এটি মোদির দপ্তর নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement