সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল উপত্যকার সংবাদপত্রগুলি। উর্দু থেকে শুরু করে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রায় সব কাগজেরই প্রথম পাতা ছাপা হয়েছে কালো রঙে। এভাবেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হওয়া জঙ্গি হামলায় শোক প্রকাশ করেছে সংবাদপত্রগুলি।
গ্রেটার কাশ্মীর, রাইজিং কাশ্মীর, কাশ্মীর উজমা, আফতাব, তৈমিল ইরশাদ-এর মতো প্রথম সারির ইংরেজি এবং উর্দু সংবাদপত্রগুলির প্রথম পৃষ্ঠাটি কালো রঙে ছাপা হয়েছে। কালোর উপর সাদা রঙের হেডলাইনের মাঝে ফুটে উঠেছে লাল রং, যা মনে করিয়ে দিচ্ছে জম্মু-কাশ্মীরের রক্তাক্ত স্মৃতি। গতকাল ভূস্বর্গের সৌন্দর্যের টানে আসা সাধারণ মানুষের রক্তে ভিজেছে উপত্যকা-তারই প্রতিবাদে সরব সংবাদপত্রগুলি।
কাশ্মীরে ইংরেজি ভাষার প্রকাশিত অন্যতম জনপ্রিয় সংবাদপত্র ‘গ্রেটার কাশ্মীর’। এই সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাটিও ছিল কালো। তার উপর সাদা রঙে বড় হরফে লেখা ‘গ্রুসাম:কাশ্মীর গাটেড, কাশ্মীরিজ গ্রিভিং’ অর্থাৎ ‘নৃশংস: ধ্বংস হয়েছে কাশ্মীর, কাশ্মীরিরা শোকাহত’, এর নিচে লাল রঙে লেখা ‘টোয়েন্টি সিক্স কিলড ইন ডেডলি টেরর অ্যাটাক ইন পহেলগাঁও’। এই সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাতেই সম্পাদকীয় ছাপা হয়েছে। যার শিরোনাম, ‘দ্য ম্যাসাকার ইন দ্য মিডো-প্রোটেক্ট কাশ্মীর’স সোল’। পৃথিবীর স্বর্গ যখন তার অতীতের গরিমা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এই সন্ত্রাসবাদী হামলা যেন জম্মু-কাশ্মীরকে অন্ধকারের কালো ছায়ায় ঢেকে ফেলেছে- এমনটা লেখা হয়েছে সম্পাদকীয়তে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.